হোম /খবর /দক্ষিণবঙ্গ /
বিছানায় ৬ মাসের শিশু, ওই ঘরেই ঝুলন্ত দেহ উদ্ধার মায়ের! পাণ্ডবেশ্বরে রহস্যমৃত্যু

Bangla News | Woman Death: বিছানায় ৬ মাসের সন্তান, সেই ঘরেই ঝুলন্ত দেহ উদ্ধার মায়ের! পাণ্ডবেশ্বরে রহস্যমৃত্যু

Bangla News | Woman Death

Bangla News | Woman Death

মৃতের নাম রেনুকা বাদ্যকর, বয়স মাত্র ২৩। (Bangla News | Woman Death)

  • Last Updated :
  • Share this:

#পাণ্ডবেশ্বর: গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, খুনের অভিযোগ দায়ের পরিবারের পক্ষ থেকে (Bangla News | Woman Death)। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরের ওই গৃহবধূর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায়। মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটে পাণ্ডবেশ্বর থানার রামনগর এলাকায়। মৃতের নাম রেনুকা বাদ্যকর, বয়স মাত্র ২৩। (Bangla News | Woman Death)

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর দুয়েক আগে কেন্দ্রা এলাকার বাসিন্দা রেনুকা বাদ্যকরের বিয়ে হয় পার্শ্ববর্তী রামনগরের ধাওড়া এলাকায় সমীর বাদ্যকর ওরফে ছোটকার সঙ্গে (Bangla News | Woman Death)। দম্পতির ছ'মাসের একটি সন্তান রয়েছে। মঙ্গলবার গভীর রাতে শ্বশুরবাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় রেনুকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় শ্বশুর বাড়ির লোকজন। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

রেনুকাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছিল বলে দাবি করেন মৃতের দাদা বিশু বাদ্যকর। তাঁর অভিযোগ, 'অন্য মেয়ের সঙ্গে জামাই সমীরের অবৈধ সম্পর্ক রয়েছে। সম্পর্কের কথা জানার পর আমার বোন প্রতিবাদে সরব হয়েছিল। এর জন্য আমার বোনকে প্রায় মারধর করা হত। পথের কাঁটা সরাতেই বোনকে হত্যা করা হয়েছে'। বুধবার রাতে বাপের বাড়ির পক্ষ থেকে পাণ্ডবেশ্বর থানায় খুনের অভিযোগ দায়ের করা হয়।

আরও পড়ুন: হঠাৎই শৈশবে ফিরে গেলেন দিলীপ ঘোষ! যে ভূমিকায় দেখা গেল, অবাক সকলে...

আরও পড়ুন: ভাড়াবাড়ির ওই ঘরে কী ঘটেছে? দরজা ভেঙে হাড়হিম দৃশ্য দেখল পুলিশ!

লিখিত অভিযোগের ভিত্তিতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ রেনুকার শ্বশুরবাড়ি থেকে রেনুকার স্বামী সমীর বাদ্যকর-সহ তিন জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক সমীরের পাঁচদিনের পুলিশ হেফাজত ও বাকি তিন জনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Crime Against Woman, Crime News, Paschim bardhaman