Senior Citizen Rights: ছেলে বুড়ো বয়সে দেখভাল করবে, আশায় ছিলেন বাবা! ছবি বদলাতেই আদালতের দ্বারস্থ স্ত্রী হারা ৮০ বছরের বৃদ্ধ...

Last Updated:

Senior Citizen Rights: রাজকোটের এক বৃদ্ধ বাবা আশা করেছিলেন যে তার ছেলে তাকে বৃদ্ধাবস্থায় দেখাশোনা করবে। সেই বিশ্বাসে তিনি তার ছেলের নামে নিজের বাড়ি লিখে দিয়েছিলেন। কিন্তু বাড়ির মালিকানা পাওয়ার পরই ছেলে ও ছেলের স্ত্রীর আচরণ বদলে গেছে বলে অভিযোগ করেছেন তিনি...

ছেলে বুড়ো বয়সে দেখভাল করবে, আশায় ছিলেন বাবা! ছবি বদলাতেই আদালতের দ্বারস্থ স্ত্রী হারা ৮০ বছরের বৃদ্ধ...AI Image
ছেলে বুড়ো বয়সে দেখভাল করবে, আশায় ছিলেন বাবা! ছবি বদলাতেই আদালতের দ্বারস্থ স্ত্রী হারা ৮০ বছরের বৃদ্ধ...AI Image
আহমেদাবাদ: বাবা-মা তাঁদের সারাজীবন সন্তানের ভবিষ্যৎ গড়ার পেছনে ব্যয় করেন, এই আশা নিয়ে যে বৃদ্ধাবস্থায় সন্তানরা তাঁদের দেখাশোনা করবে। কিন্তু সব বাবা-মা সেই সৌভাগ্য পান না।
রাজকোটের ৮০ বছরের নটবরলাল ফিচড়িয়া তাঁর চার সন্তানের মধ্যে এক ছেলেকে নিজের বাড়ি উপহার হিসেবে দিয়েছিলেন। তবে এখন ছেলের ও ছেলের স্ত্রীর অবহেলার অভিযোগ তুলে তিনি হাইকোর্টে গিয়েছেন, উপহারের সেই বাড়ি ফিরে পাওয়ার জন্য।
advertisement
নটবরলাল কৃষি বিভাগের প্রাক্তন কর্মচারী। তিনি রাজকোটের নিজের বাড়ির একটি ঘরে ন্যাচারোপ্যাথি ক্লিনিক চালান। করোনা মহামারির সময় অসুস্থ হয়ে পড়ার পর, তিনি তাঁর বাড়ির ৫০% অংশ নিজের এক ছেলের নামে গিফট ডিড করে দেন। তাঁর সেই ছেলে অন্য একটি ফ্ল্যাটে থাকেন, আর নটবরলাল সেই বাড়ির এক ঘরে থাকেন এবং তাঁর ক্লিনিক চালান। এই বাড়ি তিনি ১৯৯১ সালে নিজের ও স্ত্রীর নামে কিনেছিলেন। ২০২১ সালের আগস্টে তিনি নিজের অংশটি তাঁর এক ছেলের নামে করে দেন।
advertisement
স্ত্রীর মৃত্যু হওয়ার পর, তাঁর বাকি তিন সন্তানও বাড়ির অংশ তাঁদের ভাইকে লিখে দেন। এক বছর পর, নটবরলাল ডেপুটি কালেক্টর ও কালেক্টরের কাছে বাড়ি ফেরত চেয়ে আবেদন করেন। তিনি অভিযোগ করেন, তাঁর ছেলে ও ছেলের স্ত্রী তাঁকে ঠিকমতো দেখাশোনা করছেন না এবং বাড়ি থেকে বের করে দিতে চাইছেন।
যদিও কর্তৃপক্ষ গিফট ডিড বাতিলের আদেশ দেয়নি, তবে দুই ছেলেকে প্রতি মাসে বাবাকে ₹২০০০ করে খরচ দেওয়ার নির্দেশ দেয়। ছেলেরা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা বাবার যত্ন নেবে।
advertisement
তবে এই সিদ্ধান্তে সন্তুষ্ট না হয়ে নটবরলাল আইনজীবী প্রতীক জাসানির মাধ্যমে হাইকোর্টে আপিল করেন। তিনি জানান, তিনি এই আশায় বাড়ি দিয়েছিলেন যে ছেলে তাঁর দেখাশোনা করবে, কিন্তু উল্টে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা চলছে।
advertisement
তিনি আরও অভিযোগ করেন যে, প্রশাসন প্রবীণ নাগরিকদের সুরক্ষা আইনের অধীনে থাকা অধিকারগুলি উপেক্ষা করেছে এবং শুধুমাত্র আর্থিক সহায়তা ছাড়া অন্য কোনও সুরক্ষা দেয়নি। এই আইনের অধীনে, যদি কোনও সন্তান তার বৃদ্ধ বাবা-মায়ের যত্ন না নেয়, তাহলে বাবা-মা তাঁদের নামে থাকা কোনও গিফট ডিড বাতিল করতে পারেন।
হাইকোর্টের বিচারপতি অনিরুদ্ধ মাই প্রাথমিক শুনানির পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও নটবরলালের সন্তানদের নোটিশ জারি করেছেন এবং আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাড়ির বর্তমান অবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Senior Citizen Rights: ছেলে বুড়ো বয়সে দেখভাল করবে, আশায় ছিলেন বাবা! ছবি বদলাতেই আদালতের দ্বারস্থ স্ত্রী হারা ৮০ বছরের বৃদ্ধ...
Next Article
advertisement
Lionel Messi Team India Jersey: ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি ! এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের
  • ভারতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে মেসি

  • এক ফ্রেমে দেখা গেল মেসি, কুলদীপ, রেণুকাদের

  • দুর্দান্ত অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement