পরিচয় কয়েদি নং ৯৪৩৫, বেঙ্গালেরু সেন্ট্রাল জেলের সেলই এখন শশীকলা নটরাজনের স্থায়ী আস্তানা

Last Updated:

পোয়েজ গার্ডেনের বিলাসবহুল ঘরে রাত কাটানো আপাতত অতীত। বেঙ্গালেরু সেন্ট্রাল জেলের সেলই এখন শশীকলা নটরাজনের স্থায়ী আস্তানা।

#চেন্নাই: পোয়েজ গার্ডেনের বিলাসবহুল ঘরে রাত কাটানো আপাতত অতীত। বেঙ্গালেরু সেন্ট্রাল জেলের সেলই এখন শশীকলা নটরাজনের স্থায়ী আস্তানা। বুধবার সকালেই মরিয়া একটা চাল দিয়েছিলেন চিন্মাম্মা। তারপরই আম্মার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেন। রাতের দিকে রাজ্যপালের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি করলেন পনিরসেলভম ও পালানিসামি শিবির। শুক্রবারই হতে পারে সংখ্যার চূড়ান্ত পরীক্ষা।
মহিলা সেলে ৯৪৩৫ নম্বর কয়েদি হিসাবে রাখা হয়েছে শশীকলাকে ৷ অন্য দুই মহিলা সঙ্গীর সঙ্গেই থাকতে হবে তাকে ৷ মিলবে না হোটেলের খাবার, এসি ও পছন্দমতো বিছানা ৷ গতকালই বিশেষ সুবিধার আর্জি জানান তিনি কিন্তু তা খারিজ করে সাধারণ সেলেই ঠাঁই শশীকলার ৷ এখনই রায়ের বিরুদ্ধে আবেদন নয় ৷
আপাতত কিছুদিন বেঙ্গালেরু সেন্ট্রাল জেলই শশীকলার ঠিকানা। পরিস্থিতি দেখে এখনই সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে যাওয়ার কথা ভাবছে না শশীকলা শিবির। এখনই সুপ্রিম কোর্টে গিয়ে খুব একটা লাভ হবে না। এব্যাপারে একমত আইন বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
এখনই সুপ্রিম কোর্টে আবেদন করে খুব একটা লাভ হবে না। বিচারপতিরা এই আবেদন শুনবেন, এমনটা ভাবা বেশ কষ্টকর। শশীকলাও সেই ঝুঁকি নেবেন বলে মনে হয় না বলে জানিয়েছে ওয়াকিবহল মহল ৷
প্রথমে অসুস্থতার দোহাই। পরে পারিবারিক কারণ দেখিয়ে সহানুভূতি পাওয়ার চেষ্টা। জেল খাটা পিছিয়ে দিতে কম চেষ্টা করেননি চিন্মাম্মা। সব আর্জি খারিজ হওয়ায় বাধ্য হয়েই বেঙ্গালেরু রওনা হন চিন্মাম্মা। তখনও জানতেন না, তার জন্য অপেক্ষা করছে আরও খারাপ খবর।
advertisement
যে জয়া আবেগ তাঁর একমাত্র হাতিয়ার, চেন্নাই ছাড়ার আগে তা উসকে দেওয়ারও চেষ্টা করেন আম্মা। জয়ললিতার সমাধিতে গিয়ে শ্রদ্ধা জানান।
এই অবস্থায় দ্রুত আস্থাভোট চাইছেন রাজ্যপাল। রাতের দিকে দুই শিবিরের সঙ্গে নেতাদের সঙ্গে দেখা করে এই বার্তাই দেন রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও। সম্ভবত শুক্রবার হতে পারে সেই আস্থাভোট।
অন্যদিকে, বেঙ্গালেরুর জেলে বসে অনেক অস্বস্তি তাড়া করছে চিন্মাম্মাকে। তারই মধ্যে সামান্য একটু স্বস্তি বলতে পালানিসামি। নিজের অনুগতকে ক্ষমতার রাশ দিয়ে এসেছেন। পালানিসামির নেতৃত্বে যদি সরকার তৈরি হয়ও, জেলের ভিতর থেকে তা নিয়ন্ত্রণ করার মতো ক্যারিশমা শশীকলার আছে তো?
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পরিচয় কয়েদি নং ৯৪৩৫, বেঙ্গালেরু সেন্ট্রাল জেলের সেলই এখন শশীকলা নটরাজনের স্থায়ী আস্তানা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement