Sariska Tiger Reserve Fire : বিধ্বংসী আগুনের গ্রাসে সরিস্কা ব্যাঘ্র প্রকল্প, ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারে জলবর্ষণ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Sariska Tiger Reserve : ভারতীয় বায়ুসেনার দু’টি হেলিকপ্টার আগুনের গ্রাসে চলে যাওয়া অঞ্চলের উপর জলবর্ষণ করে চলেছে৷
জয়পুর : আগুনের গ্রাসে রাজস্থানের সরিস্কা ব্যাঘ্র প্রকল্প (Sariska Tiger Reserve)৷ এই অরণ্যের প্রায় ১০ বর্গকিমি অঞ্চল জুড়ে দাউ দাউ করে আগুন জ্বলছে সোমবার থেকে৷ আধিকারিকরা জানিয়েছেন, ১৮০০ টি ফুটবল মাঠের সমান আয়তন জুড়ে এখন আগুনের গ্রাসে৷ ভারতীয় বায়ুসেনার দু’টি হেলিকপ্টার আগুনের গ্রাসে চলে যাওয়া অঞ্চলের উপর জলবর্ষণ করে চলেছে৷
যে অংশে আগুন লেগেছে, সেটি মূলত বাঘিনি এসটি-১৭-র এলাকা৷ অরণ্যের এই অংশে সে তার দুই শাবককে নিয়ে ঘুরে বেড়ায়৷ বিশেষজ্ঞের ধারণা, এই পরিস্থিতিতে দমবন্ধ হয়ে পড়তে পারে সেটি৷ এই ব্যাঘ্র প্রকল্পে প্রায় ২০ টি বাঘের বাস৷ দমকলকর্মীরা এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি৷ এই অরণ্যভূমি থেকে ৪৩ কিমি দূরে রয়েছে সিলিসেরহ সরোবর৷ সেখান থেকেই জল এনে তা বর্ষণ করা হচ্ছে ব্যাঘ্র প্রকল্পের উপরে৷ ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে দু’টি এমআই-১৭ ভি ফাইভ হেলিকপ্টার পাঠানো হয়েছে৷
advertisement
advertisement
At the behest of Alwar Dist admin to help control the spread of fire over large areas of #SariskaTigerReserve, @IAF_MCC has deployed two Mi 17 V5 heptrs to undertake #BambiBucket ops.
Fire Fighting Operations are underway since early morning today.#आपत्सुमित्रम pic.twitter.com/HhGEHsdYrS — Indian Air Force (@IAF_MCC) March 29, 2022
advertisement
আরও পড়ুন : কী দেখতে পাচ্ছেন এই ছবিতে? সেটাই বলে দেবে আপনার মনের গোপন কথা
আরাবল্লি পাহাড় এবং এর সঙ্কীর্ণ উপত্যকা জুড়ে বিস্তৃত সরিস্কা অরণ্য৷ ফলে এই অরণ্য অনেক বেশি শুষ্ক৷ এখানে বাঘের পাশাপাশি আছে লেপার্ড, বন্য কুকুর, বনবিড়াল, হায়না এবং শিয়াল৷ গত বছর ডিসেম্বরে দেশের বাঘশুমারি বলছে ২০২১ সালে ১২৬ টি বাঘের মৃত্যু হয়েছে৷ গত এক দশকে এই সংক্রান্ত তথ্য নেওয়া শুরুর পর থেকে এই হার সর্বোচ্চ বলে জানা গিয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 29, 2022 5:29 PM IST