Sand Rain: আকাশ থেকে বালিবৃষ্টি, শহরবাসীর ওষ্ঠাগত প্রাণ! বাড়ছে শ্বাসকষ্ট, কোথায় জানেন?

Last Updated:

Sand Rain: রাজস্থানের যোধপুর শহরে শুরু হয়েছে বালির বৃষ্টি। অবিশ্বাস্য...

ফাইল ছবি
ফাইল ছবি
যোধপুর: প্রকৃতি বদলে যাচ্ছে— এমন একটা কথা আজকাল প্রায়ই শোনা যায়। প্রকৃতির এই বদল নিয়ে চিন্তিত আবহাওয়া বিশেষজ্ঞরাও। পরিবেশবিদরা দাবি করেছেন, মানুষের মাত্রাছাড়া অত্যাচারের ফলেই প্রকৃতি তার স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য হচ্ছে। ক্রমশ বাড়ছে পৃথিবীর উষ্ণতা। নানা ধরনের অস্বাভাবিক প্রাকৃতিক ঘটনার সাক্ষী থাকছে মানুষ।
এমনই একটি ঘটনার বিষয়ে জানা গিয়েছে সম্প্রতি। এতদিন আমরা বৃষ্টি, শিলাবৃষ্টি এবং তুষারপাতের কথাই জেনেছি। এবার বালির বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। রাজস্থানের যোধপুর শহরে শুরু হয়েছে বালির বৃষ্টি। সম্প্রতি শহরের মাটিতে আকাশ থেকে বালি ঝরে পড়ছে বলে দাবি করেছেন বাসিন্দারা। আর এই ঘটনার ফলে যোধপুরে কুয়াশার মতো আবরণ তৈরি হয়েছে। বেড়ে গিয়েছে AQI বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। যা স্বাস্থ্যের জন্য মোটেও ভাল নয়।
advertisement
advertisement
আরও পড়ুন: হাজার-হাজার যাত্রীর জন্য সুংসবাদ! বাড়ল কলকাতা থেকে ২ স্পেশ্যাল ট্রেনের সময়সীমা
গরম বাড়ছে সারা দেশে। পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহ চলছে বেশ কয়েকদিন ধরে। অনেক শহরের তাপমাত্রাই রয়েছে ৪২ ডিগ্রির উপরে। শুরু হয়েছে বালু ঝড়। পশ্চিমি ঝঞ্ঝার কারণে পাকিস্তান থেকে আসা প্রবল বাতাস জয়সলমের, বারমের-সহ মরুভূমি এলাকা থেকে বালি উড়িয়ে আনছে। কখনও কখনও বাতাসের সঙ্গে বালি উড়ছে দু’তিন দিন ধরে। অনেক সময়, এই বালি উড়তে উড়তে আকাশেই থমকে যায়। তারপর ধীরে ধীরে মাটিতে নেমে আসে। তখনই হল বালুবৃষ্টি।
advertisement
আরও পড়ুন: হুড়হুড় করে চর্বি ঝরে ওজন কমবে, এই পাতার গুণ ম্যাজিকের মতো! জানুন
গত মঙ্গলবারও যোধপুর শহরের মাটিতে ধীরে ধীরে বালুকণা ঝরে পড়তে দেখা গিয়েছে। যেন বৃষ্টি হচ্ছে। এদিকে গোটা শহরটি মেঘে বা কুয়াশায় ঢাকা বলে মনে হচ্ছে, কারণ আকাশ জুড়ে বালির চাদর মেলা। এমনকী সূর্যও ঢেকে গিয়েছে। তাতে তাপমাত্রা কিছুটা কমেছে বলে দাবি। কিন্তু এয়ার কোয়ালিটি ইনডেক্স বেড়ে যাওয়ায় মানুষ অনেক সমস্যায় পড়েছে। অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে।
advertisement
রাজস্থান দূষণ বোর্ডের আঞ্চলিক আধিকারিক শিল্পী শর্মা জানান, এই বালি বৃষ্টি ২-৩ দিন স্থায়ী হতে পারে। শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স বেড়েছে বলে নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন। রাস্তায় বেরোতে হলে মুখে ভেজা কাপড় বেঁধে রাখাই ভাল। তবে আবহাওয়ার উন্নতি হবে কিছুদিনের মধ্যেই, এমনই আশ্বাস দিয়েছেন তিনি।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Sand Rain: আকাশ থেকে বালিবৃষ্টি, শহরবাসীর ওষ্ঠাগত প্রাণ! বাড়ছে শ্বাসকষ্ট, কোথায় জানেন?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement