Telengana new Chief Minister: তেলঙ্গনার নতুন মুখ্যমন্ত্রী কে? প্রবীণ নেতাদের আপত্তি উড়িয়ে সিদ্ধান্ত নিলেন রাহুল

Last Updated:

তবে ৫৪ বছরের রেভান্থ রেড্ডিকে মুখ্যমন্ত্রী পদে বসানো নিয়ে কংগ্রেসের অন্দরেই জোরাল বিরোধিতার আবহ তৈরি হয়েছিল৷

রাহুল গান্ধির সঙ্গে তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷ছবি- পিটিআই
রাহুল গান্ধির সঙ্গে তেলেঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷ছবি- পিটিআই
নয়াদিল্লি: প্রত্যাশিত ভাবেই তেলঙ্গনার নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন অনুমুলা রেভান্থ রেড্ডি৷ প্রথম থেকেই তেলঙ্গনার প্রথম কংগ্রেসি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন দলের রাজ্য সভাপতি৷ রেভান্থ রেড্ডিই যে তেলঙ্গনার মুখ্যমন্ত্রী হচ্ছেন, সেই খবরে সিলমোহর দিয়েছেন রাহুল গান্ধি নিজেই৷
এ দিন দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের বৈঠকেই রেভান্থ রেড্ডিকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ ওই বৈঠকে রাহুল গান্ধি ছাড়াও দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে, জাতীয় সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালরা উপস্থিত ছিলেন৷ তবে সরকারি ভাবে সিদ্ধান্ত ঘোষণার আগে হায়দ্রাবাদে কংগ্রেসের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে বৈঠকে রেভান্থ রেড্ডিকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে৷
advertisement
advertisement
তবে ৫৪ বছরের রেভান্থ রেড্ডিকে মুখ্যমন্ত্রী পদে বসানো নিয়ে কংগ্রেসের অন্দরেই জোরাল বিরোধিতার আবহ তৈরি হয়েছিল৷ গতকালই নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার কথা ছিল৷ কিন্তু তেলঙ্গনায় দলের এতাধিক প্রবীণ নেতা রেড্ডিকে মুখ্যমন্ত্রী পদে মেনে নিতে চাননি৷ সেই কারণেই ফের হস্তক্ষেপ করতে হয় কংগ্রেস হাইকম্যান্ডকে৷ শেষ পর্যন্ত অবশ্য তুলনামূলক ভাবে তরুণ এই নেতাকেই বেছে নিলেন রাহুল গান্ধিরা৷ প্রচার পর্বেও রেভান্থ রেড্ডিকে সামনে রেখেই তেলেঙ্গানায় প্রচার করেছিল কংগ্রেস৷
advertisement
রেড্ডির বিরোধীরা তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতি অভিযোগগুলিকে হাতিয়ার করে তাঁকে মুখ্যমন্ত্রী পদে বসানোর বিরোধিতা করেন বলে কংগ্রেস সূত্রে খবর৷ রেভান্থ রেড্ডির লোকসভা কেন্দ্রেও কংগ্রেস ভাল ফল করেনি বলে যুক্তি দেখান ওই নেতারা৷ ২০২১ সালে রেড্ডিকে যখন প্রদেশ কংগ্রেস সভাপতি বাছা হয়. তখনও তীব্র বিরোধিতা করেছিলেন প্রদেশ কংগ্রেসের একাংশ৷ অভিযোগ উঠেছিল, কোটি কোটি টাকার বিনিময়ে তেলেঙ্গানায় কংগ্রেসের শীর্ষ পদ পেয়েছেন রেভান্থ রেড্ডি৷
advertisement
তবে রেড্ডি যখন তেলঙ্গনায় কংগ্রেসের দায়িত্ব নেন, তখন দক্ষিণের রাজ্যটিতে শাসক দল বিআরএস-কে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার মতো জায়গাতেও ছিল না কংগ্রেস৷ দায়িত্ব নিয়েই রাস্তায় নেমে সামনে থেকে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন রেভান্থ৷ ধীরে ধীরে তেলঙ্গানায় পায়ের তলার মাটি শক্ত করে কংগ্রেস৷ যার সুফল মিলল বিধানসভা নির্বাচনে৷ ফলে মুখ্যমন্ত্রী পদে রেভান্থ রেড্ডি ছাড়া অন্য কাউকে বেছে নেওয়া সম্ভব ছিস না কংগ্রেস শীর্ষ নেতৃত্বের পক্ষে৷ তার উপরে কংগ্রেসের ৬৪ জন বিধায়কের মধ্যে ৪২ জনেরই সমর্থন রেভান্থ রেড্ডির দিকে ছিল বলেও সূত্রের খবর৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Telengana new Chief Minister: তেলঙ্গনার নতুন মুখ্যমন্ত্রী কে? প্রবীণ নেতাদের আপত্তি উড়িয়ে সিদ্ধান্ত নিলেন রাহুল
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement