Danish Siddiqui Pulitzer Prize: "সাহসী এবং পেশাদার": দ্বিতীয়বার পুলিৎজার জয়ী মৃত সন্তান দানিশকে স্মরণ বাবার

Last Updated:

Danish Siddiqui: আফগান সেনা এবং তালিবানদের মধ্যে যে সংঘর্ষ চলছিল তার ছবি তুলতে গিয়ে দু’পক্ষের গোলাগুলির মধ্যে পড়েন দানিশ।

#নয়াদিল্লি: অকালেই হারিয়েছেন ছেলেকে। মৃত্যুর পর সন্তানের পুলিৎজার পুরস্কার জয়ে তাই স্বাভাবিকভাবেই আবেগতাড়িত চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকীর বাবা আখতার সিদ্দিকী। সাহসী, বিশ্বের যন্ত্রণার প্রতি সহানুভূতিশীল, এবং একইসঙ্গে নিজের ও তাঁর পরিবারের নিরাপত্তার বিষয়ে পেশাদার— এভাবেই মৃত পুত্রকে স্মরণ করলেন তাঁর বাবা। মৃত্যুর পর নিজের দ্বিতীয় পুলিৎজার পুরস্কার জয় করেছেন দানিশ। “আমরা ওকে নিয়ে গর্ববোধ করি কিন্তু খুব মিসও করি”, বলেন দানিশের বাবা আখতার সিদ্দিকী। গত বছর আফগানিস্তানে একটি সংঘাতে ছবি তুলতে গিয়ে নিহত হন দানিশ।
বছর আটত্রিশের দানিশ সিদ্দিকী গত বছরের জুলাইয়ে আফগানিস্তানে একটি খবর সংগ্রহে যান। কান্দাহারের স্পিন বোল্ডাক জেলায় আফগান সেনা এবং তালিবানদের মধ্যে যে সংঘর্ষ চলছিল তার ছবি তুলতে গিয়ে দু’পক্ষের গোলাগুলির মধ্যে পড়েন দানিশ। কর্মক্ষেত্রেই প্রাণ হারান তিনি। দ্বিতীয়বার রয়টার্সের এই সাংবাদিক পুলিৎজার পুরস্কার অর্জন করলেন। রোহিঙ্গা সংকটের কভারেজের জন্য রয়টার্স দলের অংশ হিসেবে ২০১৮ সালেও তিনি এই বিশেষ মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত হন। আফগানিস্তান সংঘাত, হংকংয়ের বিক্ষোভ এবং এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অন্যান্য প্রধান ঘটনাগুলিকে নিজের ক্যামেরায় ধরেছিলেন দানিশ।
advertisement
advertisement
“এটা একটা মিশ্র অনুভূতি। পুরস্কারের কথা জানতে পারলে ও অবশ্যই খুশি হত। দানিশ ওর নিষ্ঠা, কঠোর পরিশ্রম, মূল্যবোধ দিয়ে কাজের মাধ্যমে আমাদের গর্বিত করেছে, নিজের পরিবারকে এবং সাংবাদিক সমাজকে গর্বিত করেন,” স্মৃতি চারণায় জানান তাঁর বাবা।
বাংলা খবর/ খবর/দেশ/
Danish Siddiqui Pulitzer Prize: "সাহসী এবং পেশাদার": দ্বিতীয়বার পুলিৎজার জয়ী মৃত সন্তান দানিশকে স্মরণ বাবার
Next Article
advertisement
West Bengal Weather Update: বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি ! পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে? জেনে নিন
  • বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রূকুটি !

  • বৃষ্টি হবেই

  • পুজোর দিনগুলিতে কবে কবে বৃষ্টি হতে পারে?

VIEW MORE
advertisement
advertisement