Khudiram Bose Lane: বাবর লেনের নাম পরিবর্তন করে হোক বিপ্লবী ক্ষুদিরাম বসু লেন, দাবি বিজেপির!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
BJP Demands Renaming of Roads: বাবর লেনের নাম পরিবর্তন করে বিপ্লবী ক্ষুদিরাম বোসের নামে নামকরণের দাবি জানান আদেশ গুপ্ত।
#নয়াদিল্লি: মুঘল সম্রাটদের নামাঙ্কিত ৬ খানি রাস্তার নাম পরিবর্তন করতে হবে। এই মর্মে মঙ্গলবার নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের (NDMC) কাছে দাবি জানালেন দিল্লি বিজেপির প্রধান আদেশ গুপ্ত। তাঁর দাবি, এই রাস্তাগুলির নাম বদলে তাদের নাম হোক মহর্ষি বাল্মিকী, মহারাণা প্রতাপ, জেনারেল বিপিন রাওয়াত এবং ড. এপিজে আব্দুল কালামের নামে। ইতিমধ্যেই কেজরিওয়াল সরকারের কাছে দিল্লি বিজেপির পক্ষ থেকে হুমায়ুনপুর, ইউসুফ সরাই, বেগমপুর, সাইদুল আজব, হাউজ খাস সহ ৪০ টি গ্রামের নাম পরিবর্তন করে স্বাধীনতা সংগ্রামী, শহিদ, দেশের বিখ্যাত শিল্পী ও ক্রীড়াবিদ এবং দিল্লি দাঙ্গায় আক্রান্তদের নামে নামকরণ করার প্রস্তাব জমা দেওয়া হয়। তার কয়েকদিন পরেই দিল্লি বিজেপির প্রধান আদেশ গুপ্তর তরফে নয়া এই দাবি পেশ করা হল।
এনডিএমসি চেয়ারম্যানের কাছে লেখা চিঠিতে দিল্লি বিজেপি সভাপতি জানান, স্বাধীনতার এত বছর পেরিয়ে আসা সত্ত্বেও দিল্লির কিছু রাস্তার নাম ‘দাসত্বের প্রতীক’। তুঘলক রোডকে গুরু গোবিন্দ সিং এবং বাবর লেনের নাম পরিবর্তন করে বিপ্লবী ক্ষুদিরাম বসুর নামে নামকরণের দাবি জানান আদেশ গুপ্ত।
advertisement
advertisement
তাঁর আরও পরামর্শ, আওরঙ্গজেব লেনের নাম পরিবর্তন করে ডক্টর এপিজে আবদুল কালাম লেন, হুমায়ুন রোডকে মহর্ষি বাল্মিকী রোড এবং শাহজাহান রোডকে জেনারেল বিপিন রাওয়াত রোড নামে ডাকা উচিত। “আমাদের দাবি, তুঘলক, যা কী না দাসত্বের প্রতীক তা বদলে মহান ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য গুরু গোবিন্দ সিং মার্গ হিসেবে নাম পরিবর্তন করা হোক,” বলেন আদেশ গুপ্ত।
advertisement
শুধু তাই নয়, রাজপুত যোদ্ধার ৪৮২ তম জন্মবার্ষিকীতে মহারাণা প্রতাপের (যিনি মুঘলদের সঙ্গে যুদ্ধ করেছিলেন এবং “হিন্দুদের গর্ব”) নামে আকবর রোডের নামকরণের দাবিও জানিয়েছেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2022 5:52 PM IST