মুম্বই পুলিশের হাতে গ্রেফতার অর্ণব গোস্বামী, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ

Last Updated:

সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, পুলিশের বিরুদ্ধে তাঁকে শারীরিক হেনস্থা করার অভিযোগ এনেছেন অর্ণব৷

#মুম্বই: রিপাব্লিক টিভি-র এডিটর অর্ণব গোস্বামীকে গ্রেফতার করল মুম্বই পুলিশ৷ ২০১৮ সালের একটি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলাতেই অর্ণবকে গ্রেফতার করা হয়েছে বলে খবর৷ এ দিন সকালেই মুম্বইতে অর্ণব গোস্বামীর বাড়িতে হানা দেয় মুম্বইয়ের রায়গড়ের পুলিশ আধিকারিকরা৷ কিছুক্ষণের মধ্যেই গ্রেফতার করা হয় তাঁকে৷
সংবাদসংস্থা এএনআই-এর খবর অনুযায়ী, পুলিশের বিরুদ্ধে তাঁকে শারীরিক হেনস্থা করার অভিযোগ এনেছেন অর্ণব৷ প্রাথমিক পাওয়া তথ্যে জানা গিয়েছে, ২০১৮ সালে অনভয় নায়েক নামে এক ইন্টেরিয়র ডিজাইনার এবং তাঁর মা আত্মহত্যা করেছিলেন৷ অর্ণব তাঁর পাওনা ৮৩ লক্ষ টাকা মেটাননি বলেই ওই ইন্টেরিয়র ডিজাইনার এবং তাঁর মা আত্মহত্যা করেন বলে অভিযোগ৷ সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে রিপাব্লিক টিভি-র এডিটরকে৷ এই মামলায় অর্ণব গোস্বামী ছাড়াও ফিরোজ শেখ এবং নীতীশ সারদা বলে আরও দু' জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল পুলিশ৷
advertisement
এই মামলার তদন্ত বন্ধ হয়ে গেলেও চলতি বছরের মে মাসে ফের এই মামলার পুনরায় তদন্তের নির্দেশ দেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ৷ আত্মঘাতী ইন্টেরিয়র ডিজাইনারের মেয়ে নতুন করে অভিযোগ দায়েরের পরই এই নির্দেশ দেয় মহারাষ্ট্র সরকার৷ রিপাব্লিক টিভি-র তরফে এর আগে তাদের বিরুদ্ধে কোনও কোনও মহলের থেকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে অপপ্রচারের অভিযোগ তোলা হয়েছিল৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মুম্বই পুলিশের হাতে গ্রেফতার অর্ণব গোস্বামী, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement