বিয়ে করতে যাওয়ার পথে বিপর্যয়! রাস্তার ধারে বমি করছিলেন বর, মুহূর্তে পিষে দিল বেপরোয়া ট্রাক
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বিয়ে করতে যাওয়ার পথে বিপর্যয়! রাস্তার ধারে বমি করছিলেন বর, মুহূর্তে পিষে দিল বেপরোয়া ট্রাক
বাঘপত: বরযাত্রার আনন্দ মুহূর্তেই পরিণত হল ভয়াবহ বিপর্যয়ে। বিয়ে করতে যাচ্ছিলেন উত্তরপ্রদেশের বাঘপতের পিচকোরা গ্রামের যুবক সুবোধ কুমার। বরযাত্রী নিয়ে সারুরপুর কালান গ্রামের উদ্দেশে রওনা দিয়েছিলেন সবাই। পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
রবিবার রাতে পঞ্চায়েত ভবনের কাছে নৈশভোজের জন্য গাড়ি থামায় বরযাত্রী দল। সেই সময় থেকেই শরীরটা ভালো লাগছিল না সুবোধের। অসুস্থ বোধ করায় তিনি রাস্তার ধারের দিকে গিয়ে বমি করছিলেন। ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সুবোধকে ধাক্কা মারে। ধাক্কা মেরেই ট্রাকটি সেখান থেকে দ্রুত পালিয়ে যায়।
advertisement
অবস্থা গুরুতর হওয়ায় পরিবারের সদস্যেরা তাঁকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে থেকে জেলা হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসকেরা সুবোধকে মৃত ঘোষণা করেন।
advertisement
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল উভয় জায়গায় পৌঁছায়। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
সুবোধ ছিলেন বাবা–মায়ের একমাত্র সন্তান। ছেলের মৃত্যুসংবাদে ভেঙে পড়েছেন তাঁরা। বিয়ের আগের রাতে এমন মৃত্যুর খবরে শোকে স্তব্ধ হয়ে গেছে কনের পরিবারও।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 24, 2025 7:29 PM IST

