Book Fair: ভেঙে গেল গত বছরের রেকর্ড! বীরভূম জেলা বইমেলায় লক্ষ লক্ষ টাকার বই বিক্রি, অঙ্কটা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
Birbhum Book Fair: গত বছরের তুলনায় এই বছর প্রায় ১৩ লক্ষ টাকা বিক্রি বেড়েছে, যা বইমেলার ইতিহাসে রেকর্ড বলে দাবি মেলা কমিটির। মোট কত টাকার বই বিক্রি হয়েছে জানেন?
advertisement
advertisement
advertisement
advertisement
লেখিকা অনন্যা ভট্টাচার্য বলেন, এবারের বই বিক্রির পরিমাণ দেখে তিনিও বিস্মিত। তাঁর সম্পাদিত 'বরাভয়' ও 'পিশাচ সমগ্র' বই দু'টি মেলায় ছিল। মাত্র সাত দিনের মধ্যেই 'বরাভয়'-এর সব কপি বিক্রি হয়ে যায় এবং 'পিশাচ সমগ্র' ফিরে আসে মাত্র একটি কপি। সব মিলিয়ে, এই বছরের বীরভূম জেলা বইমেলা প্রমাণ করে দিল ডিজিটাল যুগেও বইয়ের আবেদন ফুরোয়নি। (ছবি ও তথ্যঃ সুদীপ্ত গড়াই)








