Bankura-Durgapur Bus Timetable: ভোর ৫টা থেকে রাত ৭টা! বাঁকুড়া-দুর্গাপুর রুটে এবার মিলবে একগুচ্ছ বাস, এক নজরে দেখে নিন SBSTC বাসের নতুন সময়সূচী

Last Updated:
Bankura-Durgapur Bus Timetable: বাঁকুড়া–দুর্গাপুর রুটে SBSTC-এর নতুন বাস সময়সূচি প্রকাশ হয়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়মিত পরিষেবায় নিত্যযাত্রী ও কর্মজীবীদের যাতায়াত আরও সহজ হবে।
1/6
বাঁকুড়া থেকে দুর্গাপুর যাতায়াতকারী যাত্রীদের জন্য সুখবর। এসবিএসটিসি (SBSTC)-র উদ্যোগে বাঁকুড়া–দুর্গাপুর রুটে একাধিক বাস পরিষেবার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত নিয়মিত বাস চলাচলের ফলে নিত্যযাত্রী, ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্য হবে বলে আশা করা হচ্ছে। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দোপাধ্যায়)
বাঁকুড়া থেকে দুর্গাপুর যাতায়াতকারী যাত্রীদের জন্য সুখবর। এসবিএসটিসি (SBSTC)-র উদ্যোগে বাঁকুড়া–দুর্গাপুর রুটে একাধিক বাস পরিষেবার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত নিয়মিত বাস চলাচলের ফলে নিত্যযাত্রী, ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্য হবে বলে আশা করা হচ্ছে। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দোপাধ্যায়)
advertisement
2/6
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ভোর ৫টা থেকেই বাঁকুড়া থেকে দুর্গাপুরের উদ্দেশে বাস ছাড়ছে। ভোর ৫টা, ৫টা ১৫ (এসি), ৫টা ১৫, ৫টা ৪০-সহ একাধিক বাস রয়েছে। এছাড়াও সকাল ৬টা থেকে শুরু করে ৯টা ৪০ (এসি) পর্যন্ত ধারাবাহিকভাবে বাস পরিষেবা রাখা হয়েছে, যা সকালের ব্যস্ত সময়ে যাত্রীদের বড় সুবিধা দেবে।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ভোর ৫টা থেকেই বাঁকুড়া থেকে দুর্গাপুরের উদ্দেশে বাস ছাড়ছে। ভোর ৫টা, ৫টা ১৫ (এসি), ৫টা ১৫, ৫টা ৪০-সহ একাধিক বাস রয়েছে। এছাড়াও সকাল ৬টা থেকে শুরু করে ৯টা ৪০ (এসি) পর্যন্ত ধারাবাহিকভাবে বাস পরিষেবা রাখা হয়েছে, যা সকালের ব্যস্ত সময়ে যাত্রীদের বড় সুবিধা দেবে।
advertisement
3/6
সকালের পরে মধ্যাহ্ন ও দুপুরের সময়েও পর্যাপ্ত বাস চলাচল করবে। সকাল ১০টা, ১১টা এবং দুপুর ১২টা থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত বিভিন্ন সময়ে বাস রয়েছে। এর মধ্যে দুপুর ৩টা ১৫ মিনিটে একটি এসি বাস পরিষেবাও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়েছে
সকালের পরে মধ্যাহ্ন ও দুপুরের সময়েও পর্যাপ্ত বাস চলাচল করবে। সকাল ১০টা, ১১টা এবং দুপুর ১২টা থেকে ৩টা ২০ মিনিট পর্যন্ত বিভিন্ন সময়ে বাস রয়েছে। এর মধ্যে দুপুর ৩টা ১৫ মিনিটে একটি এসি বাস পরিষেবাও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানানো হয়েছে
advertisement
4/6
বিকেলের দিকেও যাত্রীদের কথা মাথায় রেখে সময়সূচি সাজানো হয়েছে। বিকেল ৪টা এবং ৪টা ৩৫ মিনিটে বাঁকুড়া থেকে দুর্গাপুরগামী বাস ছাড়বে। অফিস ফেরত যাত্রীদের জন্য এই সময়ের বাসগুলি বিশেষভাবে উপযোগী হবে বলে মনে করা হচ্ছে।
বিকেলের দিকেও যাত্রীদের কথা মাথায় রেখে সময়সূচি সাজানো হয়েছে। বিকেল ৪টা এবং ৪টা ৩৫ মিনিটে বাঁকুড়া থেকে দুর্গাপুরগামী বাস ছাড়বে। অফিস ফেরত যাত্রীদের জন্য এই সময়ের বাসগুলি বিশেষভাবে উপযোগী হবে বলে মনে করা হচ্ছে।
advertisement
5/6
সন্ধ্যার দিকেও পরিষেবা অব্যাহত থাকবে। সন্ধ্যা ৭টায় বাঁকুড়া থেকে দুর্গাপুরের উদ্দেশে শেষ বাসটি ছাড়বে বলে সময়সূচিতে উল্লেখ রয়েছে। ফলে জরুরি কাজ বা দেরিতে যাত্রার ক্ষেত্রেও যাত্রীরা পরিষেবা পাবেন।
সন্ধ্যার দিকেও পরিষেবা অব্যাহত থাকবে। সন্ধ্যা ৭টায় বাঁকুড়া থেকে দুর্গাপুরের উদ্দেশে শেষ বাসটি ছাড়বে বলে সময়সূচিতে উল্লেখ রয়েছে। ফলে জরুরি কাজ বা দেরিতে যাত্রার ক্ষেত্রেও যাত্রীরা পরিষেবা পাবেন।
advertisement
6/6
পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নিয়মিত ও সময়ানুবর্তী পরিষেবার মাধ্যমে বাঁকুড়া–দুর্গাপুর রুটে যাতায়াত আরও সহজ হবে বলেই মত। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দোপাধ্যায়)
পরিবহণ দফতর সূত্রে জানা গেছে, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নিয়মিত ও সময়ানুবর্তী পরিষেবার মাধ্যমে বাঁকুড়া–দুর্গাপুর রুটে যাতায়াত আরও সহজ হবে বলেই মত। (ছবি ও তথ্য নীলাঞ্জন বন্দোপাধ্যায়)
advertisement
advertisement
advertisement