পশ্চিমী ঝঞ্ঝায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী! জেলায় জেলায় তাপমাত্রার কী হাল? রইল আপডেট
- Reported by:Nilanjan Banerjee
- hyperlocal
- Published by:Rachana Majumder
Last Updated:
বাঁকুড়া সহ সমগ্র দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কোথাও বৃষ্টিপাত রেকর্ড হয়নি এবং দিনের তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে।
advertisement
মাঘেই উধাও শীত। শীতের প্রায় শেষপ্রান্তে দাঁড়িয়ে বাঁকুড়া জেলায় বুধবারের সকাল ছিল তুলনামূলকভাবে শীতল ও শুষ্ক। ভারতীয় আবহাওয়া দফতরের (IMD) কলকাতা আঞ্চলিক কেন্দ্রের ২২ জানুয়ারি সকাল ৮টা ৩০ মিনিটের পর্যবেক্ষণ অনুযায়ী, বাঁকুড়ায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭১ শতাংশ।
advertisement
দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের অন্যান্য জেলাগুলিতেও একই রকম আবহাওয়ার ছবি ধরা পড়েছে। পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.০ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ ২৮.১ ও সর্বনিম্ন ১১.৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। পানাগড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.২ ডিগ্রিতে, যা পশ্চিমের জেলাগুলিতে রাতের দিকে হালকা শীতের অনুভূতি বজায় রাখছে।
advertisement
উপকূলবর্তী দক্ষিণবঙ্গেও আবহাওয়া ছিল শুষ্ক, তবে আর্দ্রতার পরিমাণ তুলনামূলক বেশি। দিঘায় সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৪ ডিগ্রি ও সর্বনিম্ন ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে, আর্দ্রতা ছিল ৮৪ শতাংশ। কাঁথি ও ডায়মন্ড হারবার এলাকায় আর্দ্রতা ৯০ শতাংশের কাছাকাছি পৌঁছালেও বৃষ্টির দেখা মেলেনি। হালদিয়ায় দিনের তাপমাত্রা ছিল প্রায় ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
advertisement
advertisement
উত্তর ও দক্ষিণবঙ্গের সংযোগস্থল জেলাগুলিতেও তাপমাত্রার পার্থক্য স্পষ্ট। মেদিনীপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি, আর ঝাড়গ্রামে সর্বোচ্চ ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। নদিয়া জেলার কল্যাণীতে আর্দ্রতা পৌঁছেছে ৯৫ শতাংশে, যদিও সেখানে বৃষ্টিপাতের কোনও তথ্য নেই। সার্বিকভাবে দক্ষিণবঙ্গ জুড়েই শুষ্ক আবহাওয়া বজায় রয়েছে।
advertisement









