Pakistan : বাংলাদেশ বিশ্বকাপ থেকে নাম তুলে নিলে পাকিস্তান কী করবে? সব ছক কষে নিয়েছে বাংলাদেশের 'ভাইজান'!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Icc vs BCB : জিও নিউজের মতে, বাংলাদেশ যদি তাদের অবস্থানে অনড় থাকে এবং টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, তা হলে পাকিস্তানও এই প্রতিযোগিতা বয়কট করতে পারে। তবে এই নিয়ে ফয়সালা আজই হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
শেষ পর্যন্ত পাকিস্তানকে পাশে পেয়ে গেল বাংলাদেশ! ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ ম্যাচগুলো ভারত থেকে অন্যত্র সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করার এক দিন পর, একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশ যদি প্রতিবেশী দেশ ভারতে সফর না করে, তা হলে পাকিস্তান এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট বয়কট করার কথা বিবেচনা করছে।
advertisement
advertisement
এর আগে টেলিকম এশিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো কোনওভাবেই তাদের বিবেচনায় নেই। “নীতিগত অবস্থান থেকে পাকিস্তান বাংলাদেশের অবস্থানকে সমর্থন করেছে। কারণ ভারতের দাবির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের ম্যাচগুলো পাকিস্তান থেকে সরিয়ে দুবাইয়ে নেওয়া হয়েছিল। কিন্তু একই কারণ দেখানো সত্ত্বেও বাংলাদেশের অনুরোধ গ্রহণ করা হয়নি, যা হতাশাজনক।”
advertisement
advertisement
advertisement







