Eknath Shinde new CM of Maharashtra: শিন্ডেই মুখ্যমন্ত্রী, ঘোষণা হতেই উদ্দাম নাচ বিদ্রোহী বিধায়কদের, দেখুন ভিডিও

Last Updated:

উদ্ধব ঠাকরে ইস্তফা দিলেও মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভেসে উঠছিল বিজেপি-র দেবেন্দ্র ফড়নবীশের নাম৷ আর তাতেই উৎকণ্ঠা বাড়ে শিন্ডে অনুগামীদের মধ্যে৷

বিদ্রোহী বিধায়কদের উদ্দাম নাচ৷ Photo-ANI
বিদ্রোহী বিধায়কদের উদ্দাম নাচ৷ Photo-ANI
#পানাজি: এতদিনের টেনশনের অবসান৷ শেষ মুহূর্তের ট্যুইস্টে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শিন্ডের নাম ঘোষণা করলেন দেবেন্দ্র ফড়নবীশ৷ এই খবর পাওয়া মাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়লেন শিন্ডের অনুগামী বিদ্রোহী বিধায়করা৷ গোয়ার রিসর্টেই উদ্দাম নাচ শুরু করলেন তাঁরা৷
উদ্ধব ঠাকরে সরকারের পতন একরকম নিশ্চিতই ছিল৷ তা সত্ত্বেও বিদ্রোহী বিধায়কদের উদ্ধব ঠাকরেদের নাগালের বাইরে রাখতে তাঁদের অসম থেকে সরাসরি মুম্বাইয়ে আনা হয়নি৷ তার বদলে গোয়ার একটি রিসর্টে এনে রাখা হয় বিদ্রোহীদের৷
advertisement
advertisement
কিন্তু উদ্ধব ঠাকরে ইস্তফা দিলেও মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভেসে উঠছিল বিজেপি-র দেবেন্দ্র ফড়নবীশের নাম৷ আর তাতেই উৎকণ্ঠা বাড়ে শিন্ডে অনুগামীদের মধ্যে৷
advertisement
শেষ পর্যন্ত আজ বিকেলে দেবেন্দ্র ফড়নবীশ নিজেই একনাথ শিন্ডের নাম মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন শিন্ডে অনুগামীরা৷ রিসর্টের ভিতরেই লাউডস্পিকারে গান চালিয়ে উদ্দাম নাচ শুরু করে দেন বিধায়করা৷
গোয়ার যে রিসর্টে বিদ্রোহী বিধায়করা রয়েছেন, সেখানকার ব্যাঙ্কয়েট হলে একটি বড় স্ক্রিনে দেবেন্দ্র ফড়নবীশ ও একনাথ শিন্ডের সাংবাদিক বৈঠক দেখানোর ব্যবস্থা হয়েছিল৷ শিন্ডের নাম ঘোষণা হতেই শুরু হয় নাচ৷ কয়েকজন তো টেবিলের উপরে উঠে নাচতে শুরু করেন৷ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শপথ নেওয়ার কথা একনাথ শিন্ডের৷ যদিও মন্ত্রিসভায় কারা থাকবেন, সেই ঘোষণা পরে হবে বলে জানিয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Eknath Shinde new CM of Maharashtra: শিন্ডেই মুখ্যমন্ত্রী, ঘোষণা হতেই উদ্দাম নাচ বিদ্রোহী বিধায়কদের, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement