Eknath Shinde new CM of Maharashtra: শিন্ডেই মুখ্যমন্ত্রী, ঘোষণা হতেই উদ্দাম নাচ বিদ্রোহী বিধায়কদের, দেখুন ভিডিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
উদ্ধব ঠাকরে ইস্তফা দিলেও মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভেসে উঠছিল বিজেপি-র দেবেন্দ্র ফড়নবীশের নাম৷ আর তাতেই উৎকণ্ঠা বাড়ে শিন্ডে অনুগামীদের মধ্যে৷
#পানাজি: এতদিনের টেনশনের অবসান৷ শেষ মুহূর্তের ট্যুইস্টে মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শিন্ডের নাম ঘোষণা করলেন দেবেন্দ্র ফড়নবীশ৷ এই খবর পাওয়া মাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়লেন শিন্ডের অনুগামী বিদ্রোহী বিধায়করা৷ গোয়ার রিসর্টেই উদ্দাম নাচ শুরু করলেন তাঁরা৷
উদ্ধব ঠাকরে সরকারের পতন একরকম নিশ্চিতই ছিল৷ তা সত্ত্বেও বিদ্রোহী বিধায়কদের উদ্ধব ঠাকরেদের নাগালের বাইরে রাখতে তাঁদের অসম থেকে সরাসরি মুম্বাইয়ে আনা হয়নি৷ তার বদলে গোয়ার একটি রিসর্টে এনে রাখা হয় বিদ্রোহীদের৷
advertisement
advertisement
কিন্তু উদ্ধব ঠাকরে ইস্তফা দিলেও মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ভেসে উঠছিল বিজেপি-র দেবেন্দ্র ফড়নবীশের নাম৷ আর তাতেই উৎকণ্ঠা বাড়ে শিন্ডে অনুগামীদের মধ্যে৷
#WATCH | Eknath Shinde-faction MLAs, staying at a hotel in Goa, celebrate following his name being announced as the Chief Minister of Maharashtra. pic.twitter.com/uJVNa4N74g
— ANI (@ANI) June 30, 2022
advertisement
শেষ পর্যন্ত আজ বিকেলে দেবেন্দ্র ফড়নবীশ নিজেই একনাথ শিন্ডের নাম মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন শিন্ডে অনুগামীরা৷ রিসর্টের ভিতরেই লাউডস্পিকারে গান চালিয়ে উদ্দাম নাচ শুরু করে দেন বিধায়করা৷
গোয়ার যে রিসর্টে বিদ্রোহী বিধায়করা রয়েছেন, সেখানকার ব্যাঙ্কয়েট হলে একটি বড় স্ক্রিনে দেবেন্দ্র ফড়নবীশ ও একনাথ শিন্ডের সাংবাদিক বৈঠক দেখানোর ব্যবস্থা হয়েছিল৷ শিন্ডের নাম ঘোষণা হতেই শুরু হয় নাচ৷ কয়েকজন তো টেবিলের উপরে উঠে নাচতে শুরু করেন৷ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় শপথ নেওয়ার কথা একনাথ শিন্ডের৷ যদিও মন্ত্রিসভায় কারা থাকবেন, সেই ঘোষণা পরে হবে বলে জানিয়েছেন দেবেন্দ্র ফড়নবীশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 30, 2022 7:02 PM IST