Eknath Shinde new chief minister of Maharashtra: মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে, সমর্থন জানিয়ে ঘোষণা বিজেপি-র! আজই শপথ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক এবং বিজেপি-র সমর্থনেই মহারাষ্ট্রের মসনদে বসছেন শিন্ডে৷ আজ সন্ধে সাড়ে সাতটায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি৷
#মুম্বাই: মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডে৷ এ দিন এই ঘোষণা করেছেন বিজেপি নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ৷ বালাসাহেব ঠাকরেকে শ্রদ্ধা জানিয়ে বিজেপি এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন ফড়নবীশ৷ শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক এবং বিজেপি-র সমর্থনেই মহারাষ্ট্রের মসনদে বসছেন শিন্ডে৷ আজ সন্ধে সাড়ে সাতটায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি৷ গতকালই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে৷
উদ্ধব ঠাকরে ইস্তফা দেওয়ার পর থেকেই মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়৷ দৌড়ে সবথেকে এগিয়ে ছিলেন দেবেন্দ্র ফড়নবীশই৷ কিন্তু শেষ লগ্নে শিন্ডের নাম ঘোষণা করে চমক দিল বিজেপি৷ যদিও এ দিনের ঘোষণা থেকে পরিষ্কার, শিন্ডে মুখ্যমন্ত্রী হলেও সরকারের রাশ থাকবে পদ্ম শিবিরের হাতেই৷
আজই ৪৮ জন বিধায়কের সমর্থন সহ চিঠি দিয়ে রাজ্যপালের কাছে মহারাষ্ট্রের সরকার গঠনের দাবি জানান একনাথ শিন্ডে৷ দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, বিজেপি বিধায়কদের তো বটেই, নির্দল এবং ছোট দলের বিধায়কদের সমর্থনও পাবেন একনাথ শিন্ডে৷
advertisement
advertisement
এ দিন প্রত্যাশিত কায়দাতেই ফড়নবীশ অভিযোগ করেছেন, বালাসাহেব ঠাকরের আদর্শের বিরুদ্ধে গিয়ে এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন উদ্ধব ঠাকরে৷ অথচ গত বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী, একক সংখ্যাগরিষ্ঠ দল ছিল বিজেপি-ই৷ গত আড়াই বছরে উদ্ধব সরকারের আমলে মহারাষ্ট্রের উন্নয়নের গতি স্তব্ধ হয়ে গিয়েছিল বলেও অভিযোগ করেছেন ফড়নবীশ৷ তাঁর দাবি, একনাথ শিন্ডে এবং তাঁর অনুগামী বিধায়করাই এখন আসল শিব সৈনিক৷
advertisement
যদিও মন্ত্রিসভায় বিজেপি-র কতজন থাকবেন, বা ক্ষমতা বণ্টন কোন ফর্মুুলাতে হবে, তা খোলসা করেননি ফড়নবীশ৷ তবে আজ মুখ্যমন্ত্রী হিসেবে শুধুমাত্র একনাথ শিন্ডেই শপথ নেবেন৷ তবে তিনি নিজে মহারাষ্ট্র সরকারের অংশ হবেন না বলে জানিয়ে দিয়েছেন ফড়নবীশ৷ তবে শিন্ডে সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 30, 2022 4:53 PM IST