#মুম্বাই: মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন একনাথ শিন্ডে৷ এ দিন এই ঘোষণা করেছেন বিজেপি নেতা এবং মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ৷ বালাসাহেব ঠাকরেকে শ্রদ্ধা জানিয়ে বিজেপি এই সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করেছেন ফড়নবীশ৷ শিবসেনার বিক্ষুব্ধ বিধায়ক এবং বিজেপি-র সমর্থনেই মহারাষ্ট্রের মসনদে বসছেন শিন্ডে৷ আজ সন্ধে সাড়ে সাতটায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি৷ গতকালই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন উদ্ধব ঠাকরে৷
উদ্ধব ঠাকরে ইস্তফা দেওয়ার পর থেকেই মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়৷ দৌড়ে সবথেকে এগিয়ে ছিলেন দেবেন্দ্র ফড়নবীশই৷ কিন্তু শেষ লগ্নে শিন্ডের নাম ঘোষণা করে চমক দিল বিজেপি৷ যদিও এ দিনের ঘোষণা থেকে পরিষ্কার, শিন্ডে মুখ্যমন্ত্রী হলেও সরকারের রাশ থাকবে পদ্ম শিবিরের হাতেই৷
আজই ৪৮ জন বিধায়কের সমর্থন সহ চিঠি দিয়ে রাজ্যপালের কাছে মহারাষ্ট্রের সরকার গঠনের দাবি জানান একনাথ শিন্ডে৷ দেবেন্দ্র ফড়নবীশ জানিয়েছেন, বিজেপি বিধায়কদের তো বটেই, নির্দল এবং ছোট দলের বিধায়কদের সমর্থনও পাবেন একনাথ শিন্ডে৷
আরও পড়ুন: রাষ্ট্রপতি প্রার্থীর মনোনয়ন জমা দিয়েছেন 'লালু প্রসাদ যাদব'ও! কে কে রয়েছে তালিকায়?এ দিন প্রত্যাশিত কায়দাতেই ফড়নবীশ অভিযোগ করেছেন, বালাসাহেব ঠাকরের আদর্শের বিরুদ্ধে গিয়ে এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন উদ্ধব ঠাকরে৷ অথচ গত বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী, একক সংখ্যাগরিষ্ঠ দল ছিল বিজেপি-ই৷ গত আড়াই বছরে উদ্ধব সরকারের আমলে মহারাষ্ট্রের উন্নয়নের গতি স্তব্ধ হয়ে গিয়েছিল বলেও অভিযোগ করেছেন ফড়নবীশ৷ তাঁর দাবি, একনাথ শিন্ডে এবং তাঁর অনুগামী বিধায়করাই এখন আসল শিব সৈনিক৷
যদিও মন্ত্রিসভায় বিজেপি-র কতজন থাকবেন, বা ক্ষমতা বণ্টন কোন ফর্মুুলাতে হবে, তা খোলসা করেননি ফড়নবীশ৷ তবে আজ মুখ্যমন্ত্রী হিসেবে শুধুমাত্র একনাথ শিন্ডেই শপথ নেবেন৷ তবে তিনি নিজে মহারাষ্ট্র সরকারের অংশ হবেন না বলে জানিয়ে দিয়েছেন ফড়নবীশ৷ তবে শিন্ডে সরকারকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: BJP, Eknath Shinde, Maharashtra