Ration: এ কী কাণ্ড! নাও মিলতে পারে রেশন! গুরুত্বপূর্ণ আপডেট, জেনে নিন এখনই
- Published by:Suvam Mukherjee
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Ration: খাদ্য মন্ত্রকের আশ্বাসে প্রথম দিনেই ধর্মঘট তুলে নিয়েছিলেন রেশন ডিলাররা। তবে নিজেদের দাবিতে এখনও অনড় তাঁরা।
কলকাতা: রেশন ডিলারদের একাধিক দাবি নিয়ে আজ রাজভবন অভিযান করবে রেশন ডিলারদের সংগঠন। এর আগে গত দেড় সপ্তাহ আগেই রেশন দোকান ধর্মঘটের ডাক দিয়েছিলেন রেশন ডিলাররা। খাদ্য মন্ত্রকের আশ্বাসে প্রথম দিনেই ধর্মঘট তুলে নিয়েছিলেন রেশন ডিলাররা। তবে নিজেদের দাবিতে এখনও অনড় তাঁরা।
নির্ধারিত দিন অর্থাৎ আগামী ২২ মার্চ পার্লামেন্ট অভিযান করবেন রেশন ডিলাররা। তার আগে আজ ২০ ফেব্রুয়ারি রাজ্যপালের কাছে পেশ করবেন স্মারকলিপি।এর আগে, একাধিক দাবিতে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ তিনদিন রেশন দোকান বন্ধ রাখার ডাক দিয়েছিল ডিলারদের সংগঠন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন। সেই মতো দেশজুড়ে রেশন ধর্মঘটের প্রথম দিনে, রাজ্যজুড়ে ১৭ হাজার ১২১টি রেশন দোকান ছিল বন্ধ। যার জেরে ৮ কোটি মানুষ রেশন পাননি। প্রথম দিনের ধর্মঘটের ফলাফল দেখে খাদ্য মন্ত্রকের তরফে থেকে গত ১৫ তারিখ ডিলারদের স্বার্থে বৈঠকে ডাকা হয়েছিল।
advertisement
পাশাপাশি মন্ত্রকের তরফে আবেদন জানানো হয়েছিল, ৮ ও ৯ ফেব্রুয়ারির ধর্মঘট তুলে নেওয়ার জন্য। মন্ত্রকের আবেদন বিবেচনা করেই ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরেও আসেন ডিলাররা। যদিও সমস্যার সমাধান হয়নি বলে দাবি রেশন ডিলারদের। সংগঠনের সাধারন সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, আমরা গোটা বিষয় নিয়ে রেশন ডিলারদের সঙ্গে বৈঠক করেছি। মন্ত্রকও জানিয়েছে রেশন ডিলারদের দাবিতে গুরুত্ব দেওয়ার হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। সেই কারণেই আপাতত ধর্মঘটের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তাঁরা। তবে নিজেদের দাবিতে ডিলারদের পার্লামেন্ট অভিযান ২২ মার্চ অর্থাৎ নির্ধারিত দিনেই হবে।
advertisement
advertisement
তার আগে আজ ২০ ফেব্রুয়ারি রাজভবনে স্মারকলিপি দিতে যাবেন ডিলাররা। শিয়ালদহ থেকে মিছিল করে রাসমণি পর্যন্ত গিয়ে ডিলারদের প্রতিনিধি দলে যাবে রাজভবন। আজ বেলা এগারোটা নাগাদ রেশন ডিলারদের তরফে শিয়ালদহ স্টেশন থেকে মিছিল শুরু করা হবে বলে জানানো হয়েছে। এই মিছিলের কারণে ফের রেশন পরিষেবা ব্যহত হবার আশঙ্কা করেছেন অনেকেই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2023 9:04 AM IST