Ration News: রেশন দোকানে গিয়ে দাঁড়ালেই অশ্রাব্য ভাষায় গালাগাল, কাণ্ড ঘিরে চরম বিশৃঙ্খলা

Last Updated:

দীর্ঘ প্রায় একমাসেরও বেশী সময় ধরে দেওয়া হচ্ছে না কোনও রকমের রেশন সামগ্রী, দোকানে এলে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছে বিশাল। এই অভিযোগে রেশন দোকানের সামনের রাস্তা আটকে দেন এলাকার রেশন গ্রাহকেরা। 

দীর্ঘ একমাস ধরে মিলছে না রেশন সামগ্রী! দোকানে গেলে মিলছে অকথ্য ভাষায় গালি!
দীর্ঘ একমাস ধরে মিলছে না রেশন সামগ্রী! দোকানে গেলে মিলছে অকথ্য ভাষায় গালি!
#সাহেবগঞ্জ: দীর্ঘ প্রায় একমাসেরও বেশী সময় ধরে দেওয়া হচ্ছে না কোন রকমের রেশন সামগ্রী! দোকানে আসলে ক্রেতাদের একাংশকে করা হচ্ছে অকথ্য ভাষায় গালিগালাজ! এছাড়াও এদিন রেশন দোকানে সকাল ১০টার পরেও তালা লাগানো অবস্থায় ছিল। তাই এদিন সকালে এই সকল কারণের জেরে রেশন দোকানের সামনের রাস্তা আটকে দেন স্থানীয় এলাকার রেশন গ্রাহকেরা। তারপরে রেশন দোকানের সামনের রাস্তা আটকে রীতিমত তীব্র বিক্ষোভ দেখাতে শুরু করেন গোটা এলাকায় স্থানীয় বাসিন্দারা।
কোচবিহার জেলার বামনহাট এলাকার উত্তর লালচাপড়া রেশন ডিলার তপন পালের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ কে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চলের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  বামনহাট উত্তর লালচাপড়া রেশন ডিলার তপন পালের বিরুদ্ধে উঠছে উঠছে একাধিক অভিযোগ। এলাকার রেশন গ্রাহকদের মধ্যে মহিলারা জানিয়েছেন একমাসেরও বেশি সময় ধরে মিলছে না রেশনের বেশিরভাগ সামগ্রী। দীর্ঘ এক মাস ধরে রেশন দেওয়া হচ্ছে না সঠিক নিয়ম মেনে। রেশন নিতে আসলে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে তাঁদের,  এবং এদিন সকাল ১০টা নাগাদ রেশন নিতে আসলে দেখা যায় রেশন দোকানে তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। মূলত এই সকল কারণের জেরেই বেশ কিছুক্ষণ অপেক্ষার পর ক্ষোভে ফেটে পড়েন একাধিক রেশন গ্রাহক। রেশন দোকানের সামনেই তারা রাস্তা আটকে রীতিমত বিক্ষোভ দেখাতে শুরু করেন।
advertisement
গোটা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সাহেবগঞ্জ থানার পুলিশ এবং বিক্ষোভ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়। তারপরেও বেশ কিছুক্ষণ ধরে এই অবরোধ চলে। সবশেষে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় রেশন গ্রাহকেরা। তবে রেশন গ্রাহকদের সকলের দাবি, \"দীর্ঘ প্রায় এক মাসের ও বেশি সময় ধরে রেশন সামগ্রী কম দেওয়া হচ্ছে সকল রেশন গ্রাহককে। এছাড়াও সঠিক ভাবে মিলছে না রেশন সামগ্রী। রেশন নিতে আসলে করা হচ্ছে অকথ্য ভাষায় গালিগালাজ। তাই এই রেশন ডিলারের বদলে অন্য কাউকে নিযুক্ত করা হোক এই রেশন ডিলারের জায়গায়। নাহলে এই ধরনের দুর্নীতির পরিস্থিতি চলতে থাকলে রেশন গ্রাহকেরা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।\"
advertisement
Sarthak Pandit
view comments
বাংলা খবর/ খবর/কোচবিহার/
Ration News: রেশন দোকানে গিয়ে দাঁড়ালেই অশ্রাব্য ভাষায় গালাগাল, কাণ্ড ঘিরে চরম বিশৃঙ্খলা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement