Howrah News: শীতের রাতে ক্লান্তিতে ঘুম এসে যায়, জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে অভিনব উদ্যোগ হাওড়ায়

Last Updated:

জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে অভিনব উদ্যোগ হাওড়ায়, দক্ষিণ হাওড়ায় পথে নামল তৃণমূল কংগ্রেস যুবকর্মীরা

জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে অভিনব উদ্যোগ হাওড়ায়
জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে অভিনব উদ্যোগ হাওড়ায়
#হাওড়া: রাতের শহরে দুর্ঘটনার হার কমাতে এবার অভিনব কর্মসূচি নিল দক্ষিণ হাওড়া বেশ কিছু যুবক। এ বিষয়ে চালকদের সচেতন করতে শুক্রবার মধ্যরাতে বেশ কিছু উদ্যোগও নেয় তাঁরা। সারারাত গাড়ি চালানোর পর চালকরা ক্লান্তিতে স্টিয়ারিং হাতেই ঘুমিয়ে পড়ে। এর ফলে দুর্ঘটনার ঘটতে পারে।
গাড়ির মধ্যেই স্টিয়ারিং হাতে ঘুমিয়ে না পড়েন সে ব্যবস্থা করা। তারজন্যে শীতের রাতে তাদের চোখে-মুখে জল দিয়ে হাতে এক ভাঁড় গরম কফি, বিস্কুট। দেওয়া হল তৃণমূল যুব কংগ্রেসের তরফ থেকে। এ বিষয়ে দক্ষিণ হাওড়া কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রিতম দাস। তিনি বলেন, শহর যখন কনকনে শীতপ্রবাহে জেরবার ওঁরা তখন জীবিকা নির্বাহ করছে।
advertisement
advertisement
প্রতি দিনের মতো ট্রাক ও লরির স্টিয়ারিং ধরে নিজ গন্তব্যস্থলে পৌঁছতে রাজপথে। শুক্রবার ঠিক এমনই শীতের মধ্যরাতে গাড়ি চালকদের নিদ্রাজনিত অস্বস্তি কাটাতে কফি ও বিস্কুট দেওয়া তার পাশাপাশি কুয়াশা আছন্ন পথে ওনারা যাতে ধীর গতিতে সাবধানতার সাথে গাড়ি চালনা করেন তার বার্তা। এছাড়াও ট্রাফিক সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রীর প্রকল্প "সেফ ড্রাইভ সেভ লাইফে "র নির্দেশিকাগুলো তাদের মধ্যে তুলে ধরা।
advertisement
শীতের মধ্যরাতে দক্ষিণ হাওড়ার অন্তর্গত কোনা এক্সপ্রেসওয়ে সংলগ্ন বেলেপোলে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। শীতের ভোরে যাতে সড়ক দুর্ঘটনা কমানো যায়। তার জন্যই গাড়ি চালকদের সচেতন করতে এই উদ্যোগ। উদ্যোক্তারা জানায়, এতে দুর্ঘটনা কমবে বলেই আশাবাদী। শীতকালে কুয়াশার কারণে অনেক বেশি দুর্ঘটনা ঘটে। তাই দুর্ঘটনা কমাতে এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চালক থেকে সাধারণ মানুষ।
advertisement
Rakesh Maity
view comments
বাংলা খবর/ খবর/হাওড়া/
Howrah News: শীতের রাতে ক্লান্তিতে ঘুম এসে যায়, জাতীয় সড়কে দুর্ঘটনা কমাতে অভিনব উদ্যোগ হাওড়ায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement