Ration: ঘরে সব মাল তুলে রেখেছেন তো, আগামী ৩ দিন পাবেন না রেশন

Last Updated:

বাজেটে রেশন ডিলারদের বঞ্চিত করার প্রতিবাদে আন্দোলনে নামতে চলেছেন তাঁরা। আগামী সপ্তাহের ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে রেশন পরিষেবা। ২২ মার্চ সংসদ অভিযান করবে রেশন ডিলাররা। 

Ration facility will be stopped for three days in this week all over the country
Ration facility will be stopped for three days in this week all over the country
#নয়াদিল্লি :   সপ্তাহে তিনদিন বন্ধ থাকবে রেশন পরিষেবা। বাজেটে রেশন ডিলারদের বঞ্চিত করার প্রতিবাদে আন্দোলনে নামতে চলেছেন তাঁরা। আগামী সপ্তাহের ৭ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে রেশন পরিষেবা। ২২ মার্চ সংসদ অভিযান করবে রেশন ডিলাররা।
সংবাদমাধ্যমে বিবৃতি জারি করে ১১ দফা জানানো হয়েছে রেশন ডিলারদের তরফে । তার মধ্যে রয়েছে গরীব কল্যাণ অন্ন প্রকল্প চালু রাখা, রেশন ডিলারদের প্রতিমাসে ৫০ হাজার টাকা আয় সুনিশ্চিত করতে হবে। তাঁদের আরও দাবি, পাটের ব্যাগের মাধ্যমে রেশন সামগ্রী দিতে হবে। রেশন ডিলারদের বক্তব্য, বর্তমানে যে ব্যাগে দেওয়া হয়, তার জন্য প্রচুর পরিমাণে খাদ্য শস্য নষ্ট হয়। এই ১১ দফা দাবিতে দেশ জুড়ে আন্দোলনে নামতে চলেছে রেশন ডিলারদের সংঘটন।
advertisement
advertisement
গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন প্রকল্প বন্ধ করে দেয় মোদি সরকার। ডিলার্স ফেডারেশনে দাবি, বন্ধ করে দেওয়া গরীব কল্যাণ প্রকল্প চালু করতে হবে। সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, একই সঙ্গে গরীব কল্যাণ এবং খাদ্য সুরক্ষা, দুই প্রকল্পই চালু রাখতে হবে। গতমাসে নয়াদিল্লির ওয়েস্টার্ন কোর্টে সাংবাদিক সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানান, রেশন ডিলারদের জন্য প্রতি মাসে ৫০ হাজার টাকা ন্যূনতম আয়ের ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় সরকার এই দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ডিলার্স ফেডারেশন।
advertisement
বিশ্বম্ভর বসু আরও বলেছেন, "নতুন বোতলে পুরনো মদ বিতরণ করছে কেন্দ্রীয় সরকার।" তাঁর আশঙ্কা, ব্যক্তিগত মালিকানাধীন রেশন দোকানগুলি বন্ধ করে দেওয়ার ভাবনাচিন্তা করছে কেন্দ্রীয় সরকার। যদিও ওড়িশা সরকারের এমন একটি নির্দেশিকার বিরুদ্ধে হাইকোর্টে মামলা রুজু করে সেখানকার ডিলার্স ফেডারেশন। ব্যক্তিগত মালিকানাধীন রেশন দোকানগুলি আগের অবস্থাতেই আপাতত রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিশ্বম্ভর বসু জানিয়েছেন, এই ধরণের নির্দেশিকা এলেই হাইকোর্টে মামলা দায়ের করবে সে রাজ্যের সংগঠন। কেন্দ্রীয় সরকার এই ধরণের কোনও নির্দেশিকা জারি করলে সর্বভারতীয় স্তরে সুপ্রিম কোর্টে মামলা রুজু করা হবে।
advertisement
RAJIB CHAKRABORTY
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Ration: ঘরে সব মাল তুলে রেখেছেন তো, আগামী ৩ দিন পাবেন না রেশন
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement