Ratan Tata: ক্ষমা চেয়েছিলেন রতন টাটা! কেন? কারণ জানলে তাঁর প্রতি ভক্তি দ্বিগুন হবে আপনার
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Ratan Tata: ক্ষমা চেয়েছিলেন রতন টাটা! কেন? কারণ জানলে তাঁর প্রতি ভক্তি দ্বিগুন হবে আপনার...
নয়াদিল্লি: ২০০৯ সালের মার্চ মাস৷ মুম্বই-তে একটি জমকালো ইভেন্টে, টাটা মোটরস মাত্র এক লাখ টাকা দামে টাটা ন্যানো লঞ্চ করেছিল, যা সাধারণ মধ্যবিত্তের জন্যও সাশ্রয়ী ছিল৷ একটি আশ্চর্যজনক উন্মাদনা সারা বিশ্বে অনুভূত হতে থাকে। রতন টাটা বুঝতে পেরেছিলেন যে বিশ্ব বিখ্যাত কার্টুনিস্ট আর. এর লক্ষ্মণ একটা কার্টুন বানিয়েছেন। ওই সময় তিনি সেটি দেখেননি। কিন্তু কিছুদিন পর সেটা চোখে আসে তাঁর। লক্ষ্মণকে ধন্যবাদ পত্র পাঠানো হয়। অজানা থেকে যাওয়া এই ঘটনাই সামনে টেনে আনেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার হরিশ বৈজাল।
সারা বিশ্ব যখন বিখ্যাত শিল্পপতি রতন টাটার মৃত্যুতে শোকাহত, যিনি তাঁর অসাধারণ কৃতিত্বের মাধ্যমে টাটা গোষ্ঠীর বৈশ্বিক খ্যাতি তৈরি করেছিলেন, তখন তাঁর করুণাময়, সংস্কৃতিবান এবং সাহসী ব্যক্তিত্বের দিকগুলিকে তুলে ধরে তাঁর স্মৃতিগুলিকে তাজা করা হচ্ছে।
advertisement
advertisement
লোকসত্তার রিপোর্ট অনুযায়ী, বৈজল ২০০৯ সালে মুম্বইয়ের ট্রাফিক কন্ট্রোল ব্রাঞ্চে ডেপুটি কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। সেই সময়ে, টাটা মোটরস সাধারণ নিম্ন মধ্যবিত্তের চার চাকার গাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণ করতে মাত্র 1 লক্ষ টাকা দামে টাটা ন্যানো মোটর চালু করেছিল। এর আগে, পরীক্ষা এবং ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন করার সময় গাড়িটি মুম্বই পুলিশের ট্রাফিক শাখায় এসে পৌঁছালে, এটি ইতিবাচকভাবে দেখা হয়েছিল।
advertisement
টাটা মোটরসের উপ সভাপতি কৃষ্ণকান্ত, বিপণন প্রধান দেবাশীষ রায় এবং ন্যানোর ডিজাইনার গিরীশ বাঘের পরিচিতি ঘটে। বেজাল বলেছেন, “যখন মুম্বইয়ে একটি মহৎ অনুষ্ঠানে টাটা ন্যানো মোটর লঞ্চ করা হয়, তখন কোম্পানির কর্মকর্তারা আমাদের সম্মানের সঙ্গে আমন্ত্রণ জানিয়েছিলেন এবং রতন টাটার সামনে দাঁড়িয়ে ছিলেন। এই দিন বিখ্যাত কার্টুনিস্ট আর. কে. লক্ষ্মণের একটি কার্টুন প্রকাশিত হয়েছিল। এটি লক্ষ্মণের ‘কমন ম্যান’-এর একটি ব্যঙ্গচিত্র ছিল, যেখানে একটি পাঁচ তারা হোটেলের পাগড়ি পরিহিত দারোয়ান দ্বারা গাড়ির দরজা খোলার সময় স্বাগত জানানো হচ্ছে। যখন আমরা রতন টাটাকে এই বিষয়ে জানালাম, তিনি ক্ষমা চেয়ে বললেন যে দিনের ব্যস্ততায় তিনি সেই কার্টুন দেখতে পারেননি।”
advertisement
বেজাল, যিনি সেই সময় ওয়ার্লিতে পুলিশ কলোনিতে থাকতেন, নিয়মিত সাগর তীরে হাঁটতে যেতেন। সেখানে পরিচয় হয় আর. কে. লক্ষ্মণের মেয়ে উষা লক্ষ্মণের সঙ্গে। তখন টাটা ন্যানো মোটরের উন্মোচনের উপলক্ষে রতন টাটার সঙ্গে হওয়া বাস্তব আলোচনা বিষয়টি ওঠে। উষা লক্ষ্মণকে বেজাল জানিয়েছিলেন, টাটা ন্যানো গাড়ির জন্য তৈরি করা বিপ্লবী কার্টুনের জন্য তাঁর বাবা আর. কে. লক্ষ্মণকে ধন্যবাদপত্র পাঠানো হয়েছিল টাটা তরফ থেকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 12, 2024 12:02 PM IST