Kanpur fraud case: তুড়িতে কমবে বয়স, ফিরবে হারানো যৌবন, ৩৫ কোটি টাকা হাতিয়ে পালাল প্রতারকরা

Last Updated:

Kanpur fraud case: তুড়িতে কমবে বয়স, ফিরে আসবে হারিয়ে যাওয়া যৌবন। কোটি কোটি টাকা হাতিয়ে দেশ ছেড়ে পালাল প্রতারকরা।

কোটি কোটি টাকা হাতিয়ে পালাল এই দম্পতি
কোটি কোটি টাকা হাতিয়ে পালাল এই দম্পতি
কানপুর: সময় যত এগোবে আপনার বয়স ততই বাড়বে। প্রকৃতির এমনই নিয়ম। কিন্তু গোটা বিশ্বেই প্রতারণার ফাঁদ পাতা রয়েছে। আর তাতে পা দিতেই কোটি কোটি টাকা হারিয়ে বসছেন অনেকে। এমনই এক ঘটনা এবার সামনে এসেছে। জানা গিয়েছিস দেশেরই এক দম্পতি বয়স কমানোর লোভ দেখিয়ে প্রায় ৩৫ কোটি টাকা হাতিয়েছেন।
আপনার বয়স বাড়লেও সমস্যা নেই৷ তুড়িতে আবার যৌবনে ফিরতে পারবেন৷ তাতে একটু টাকা হয়তো খরচ হবে বেশি, কিন্তু আপনি জীবনের হারিয়ে যাওয়া বছরগুলি আবার ফিরে পাবেন৷ এক কথায়, ঘড়ির কাঁটা আবার উল্টোদিকে ঘুরবে৷ ব্যাপারটা সিনেমার মতো৷ অনেকের কাছে এটা বোকা বোকাও লাগতে পারে৷ তবে কানপুরে প্রায় কয়েক ডজন বয়স্ক ব্যক্তি এই প্রতারণার বিছিয়ে দেওয়া জালেই পা দিয়েছেন৷ ফলে যা হওয়ার সেটাই হয়েছে৷ কয়েক কোটি টাকা হারিয়েছে তারা৷ পুরো বিষয়টার সঙ্গে যে দম্পতির নাম জড়িয়েছে তারা আবার ভারতীয়! বিষয়টা জানাজানি হতেই দেশ ছেড়ে পালিয়েছে তারা৷
advertisement
advertisement
গোটা ঘটনার মূলে থাকা দম্পতির নাম রাজীব দুবে এবং তার স্ত্রী রশ্মি৷ এই সন্দেহজনক স্কিম থেকে তারা প্রায় ৩৫ কোটি টাকা আয় করেছে, এবং বিষয়টি আলোচিত হওয়ার পরে তারা বিদেশে পালিয়ে গেছে বলে সন্দেহ করা হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়া অনুসারে, এই দম্পতি কানপুরের কিদওয়াই নগরে একটি থেরাপি সেন্টার চালাচ্ছিলেন বেশ অনেকদিন ধরে৷ যেখানে বয়স্ক লোকদের তরুণে পরিণত করার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন দিনের পর দিন৷ জানা গিয়েছে, প্রতিটি সেশনের জন্য ক্লিনিকে আসা লোকদের থেকে তারা প্রায় ৯০ হাজার টাকা করে নিয়েছে৷ কাস্টমারদের বোকা বানাতে তারা ইজরায়েলের তৈরি টাইম মেশিন ব্যবহার করত৷ সেখানে তাদের অক্সিজেন থেরাপি করানো হত। যাতে ত্বক থেকে সবকিছু আবার আগের মতো হয়ে যায়!
advertisement
জানা গিয়েছে, যে সমস্ত ব্যক্তিরা তাদের এই ব্যবসাকে আরও ছড়িয়ে দিতে সাহায্য করত, তাদেরকে অভিযুক্ত দম্পতি সেশন চার্জে বিশেষ ছাড় দিত৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই দম্পতি প্রথমে কানপুরের মানুষকে বিভ্রান্ত করত৷ তারা বলত, শহরে দুষণের মাত্রা অত্যাধিক বেশি৷ আর সেই কারণেই না কি সবাই দ্রুত বুড়ো হয়ে যাচ্ছে৷
advertisement
দম্পতির কথায় ভরসা রেখে কোটি কোটি টাকা খরচ করেছিলেন কাস্টমাররা৷ ভ্রম যখন কাটল, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছে৷ দম্পতি দেশ ছেড়ে পালিয়েছে৷
এই দম্পতির বিরুদ্ধে প্রধান অভিযোগ এনেছেন রেনু সিং নামের এক মহিলা৷ এনডিটিভিকে তিনি জানিয়েছেন, অভিযুক্ত দম্পতি তাঁকে প্রতারিত করেছে, এবং তাদের কথায় বিশ্বাস করে তিনি ১০.৭৫ লাখ টাকা হারিয়েছেন!
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Kanpur fraud case: তুড়িতে কমবে বয়স, ফিরবে হারানো যৌবন, ৩৫ কোটি টাকা হাতিয়ে পালাল প্রতারকরা
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement