Uttar Pradesh Hyena Attack: বাঘ, নেকড়ের পর এবার নতুন হিংস্র প্রাণীর আক্রমণ, প্রবল আতঙ্কে গ্রামবাসীরা

Last Updated:

Uttar Pradesh Hyena Attack: বাঘ, নেকড়ের পর এবার নতুন হিংস্র প্রাণীর আক্রমণ, প্রবল আতঙ্কে গ্রামবাসীরা৷ বন দপ্তর কী বলেছে জানুন

বাঘ, নেকড়ের পর এবার নতুন হিংস্র প্রাণীর আক্রমণ, প্রবল আতঙ্কে গ্রামবাসীরা
বাঘ, নেকড়ের পর এবার নতুন হিংস্র প্রাণীর আক্রমণ, প্রবল আতঙ্কে গ্রামবাসীরা
advertisement
নয়ড়া : উত্তর প্রদেশের বেশ কিছু জেলায়  নেকড়েদের আতঙ্কের পর এবার গ্রেটার নয়ডায় হায়নার ভয় ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, কাসানা এবং দনকৌর অঞ্চলে হায়না দেখা গিয়েছে। গ্রামবাসী এবং কৃষকদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
advertisement
কিছু কৃষক মাঠে নেকড়েদের পায়ের ছােপও দেখেছেন। গ্রামের বয়স্করাও এই ঘটনার আলোচনা করছেন এবং বন দপ্তরকে এ বিষয়ে জানানো হয়েছে। এখন বন দপ্তরের দল হাতে অস্ত্র নিয়ে হায়নাগুলির সন্ধানে নেমেছে।
গ্রেটার নোয়েডার তুগলকাপুর হালদোনা গ্রামের বাসিন্দা শওকত আলী চেচি, যাঁর খেত কাসানা নগরের বন্যার অঞ্চলে, তিনি ৪ দিন আগে কিছু অদ্ভুত প্রাণী দেখেন। যখন তিনি তার ক্ষেতে যান, সেখানে থাকা কুকুরগুলিকে তিনি দেখতে পাননি৷ তবে টিউবওয়েলের গায়ে হিংস্র প্রাণীর দাঁতের ছাপ পাওয়া যায়। মাঠে বন্য প্রাণীদের পায়ের ছাপও দেখা গিয়েছে। পরে এক সহকর্মী কৃষক তাঁকে জানান যে জঙ্গলে হায়না ঘুরছে।
advertisement
শওকত আলী চেচিকে আর এক কৃষক জানান যে ৫ দিন আগে হায়নারা কাসানা গ্রামের কৃষক রাকেশ সিংয়ের উপর আক্রমণ করেছিল। রাকেশ সিং, যিনি গ্রেটার নয়ডায় নিজের ক্ষেত পাহারা দিচ্ছিলেন, হায়নার আক্রমণের শিকার হন। রাকেশ সিং একটি গাছে উঠে জীবন বাঁচান, কিন্তু হায়েনারা তাঁর একটি পায়ে কামড় বসিয়েছে।
advertisement
চুহরপুর গ্রামের বয়স্ক ব্যক্তিরা দাবি করেছেন যে,  তারা হায়নার দলকে গ্রামে ঘুরতে দেখেছেন। তারা একটি  গ্রামের কাছে ঘুরতেও দেখেছেন৷ গ্রেটার নয়ডার দনকৌর অঞ্চলের এক ছাত্রী জানিয়েছেন, তিনি বন দপ্তরের একটি দলকে খাঁচা নিয়ে ঝাঝর রোডের দিকে যেতে দেখেছেন। বন দপ্তরের পক্ষ থেকে এখনও পর্যন্ত হায়নার আক্রমণের সত্যতা নিশ্চিত করা হয়নি, কিন্তু গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh Hyena Attack: বাঘ, নেকড়ের পর এবার নতুন হিংস্র প্রাণীর আক্রমণ, প্রবল আতঙ্কে গ্রামবাসীরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement