Rare White Deer: বিরল সাদা হরিণ দেখা গেল দেশের এই অভয়ারণ্যে, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

Rare White Deer : চতুষ্পদটিকে কিছু দিন আগে দেখা গিয়েছে অভয়ারণ্যে

ক্যামেরায় ধরা দিল সাদা হরিণ
ক্যামেরায় ধরা দিল সাদা হরিণ
লখনউ : সোনার হরিণ বা মায়ামৃগ নয়৷ ক্যামেরায় ধরা দিল সাদা হরিণ৷ উত্তরপ্রদেশের কাতারনীয়াঘাট অভয়ারণ্যে৷ বিরল এই প্রাণীর ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলেন ভারতীয় বন দফতরের আধিকারিক আকাশদীপ বধওয়ান৷ ট্যুইটারে তিনি শেয়ার করেছেন হরিণটির ছবি৷ চতুষ্পদটিকে কিছু দিন আগে দেখা গিয়েছে অভয়ারণ্যে৷
ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন ‘‘নিজের পরিচয় অক্ষুণ্ণ রেখেছে কাতারনীয়াঘাট৷ যেখানে হিরল ঘটনাটি সাধারণ ও সহজ৷ একটি অ্যালবিনো হরিণকে দেখা গিয়েছে গাছগাছালির মধ্যে৷ ছবিটিতে দেখা যাচ্ছে জঙ্গলে লম্বা ঘাসের আড়ালে দেখা যাচ্ছে শ্বেতবর্ণ হরিণটিকে৷ তার সঙ্গে ছিল আরও একটি প্রাপ্তবয়স্ক হরিণী৷
ট্যুইটারে শেয়ার করার কিছুদিনের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে৷ অধিকাংশ নেটিজেন সাধুবাদ জানালেও অনেকেই প্রাণীটির নিরাপত্তা নিয়ে সংশয় ও উদ্বেগ প্রকাশ করেছেন৷ ছবিটিতে মন্তব্য করেছেন বন দফতরের অন্যান্য আধিকারিক ও আমলারাও৷
advertisement
advertisement
advertisement
সাধারণত অ্যালবিনো বা সাদা রঙের প্রাণী হয় পিগমেন্টেশনের কারণে৷ আংশিক বা সম্পূর্ণ পিগমেন্টেশনের জন্য কোনও প্রাণীর গায়ের স্বাভাবিক বর্ণের বদলে সাদা রং দেখা যায়৷ জন্মদাতাদের থেকে পাওয়া মিউটেড জিন এই বিরল ঘটনার জন্য দায়ী৷
advertisement
অ্যালবিনো প্রাণীকে প্রকৃতিতে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়৷ তাদের দৃষ্টিশক্তি দুর্বল৷ ফলে শিকার ধরা বা প্রাণরক্ষার ক্ষেত্রে সে পিছিয়ে পড়ে৷ অসুবিধার মুখোমুখি হয়৷ বিপদের সময় পারে না ক্যামোফ্লেজ করতে ৷ ফলে প্রকৃতিতে নিজেকে মিশিয়ে দিতে না পারায় সহজেই শত্রুর কাছে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে৷ এমনকি, মিলনসঙ্গী খুঁজে পেতেও সমস্যার মুখে পড়তে হয় তাদের৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rare White Deer: বিরল সাদা হরিণ দেখা গেল দেশের এই অভয়ারণ্যে, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement