Rare White Deer: বিরল সাদা হরিণ দেখা গেল দেশের এই অভয়ারণ্যে, ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Rare White Deer : চতুষ্পদটিকে কিছু দিন আগে দেখা গিয়েছে অভয়ারণ্যে
লখনউ : সোনার হরিণ বা মায়ামৃগ নয়৷ ক্যামেরায় ধরা দিল সাদা হরিণ৷ উত্তরপ্রদেশের কাতারনীয়াঘাট অভয়ারণ্যে৷ বিরল এই প্রাণীর ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করলেন ভারতীয় বন দফতরের আধিকারিক আকাশদীপ বধওয়ান৷ ট্যুইটারে তিনি শেয়ার করেছেন হরিণটির ছবি৷ চতুষ্পদটিকে কিছু দিন আগে দেখা গিয়েছে অভয়ারণ্যে৷
ছবির সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন ‘‘নিজের পরিচয় অক্ষুণ্ণ রেখেছে কাতারনীয়াঘাট৷ যেখানে হিরল ঘটনাটি সাধারণ ও সহজ৷ একটি অ্যালবিনো হরিণকে দেখা গিয়েছে গাছগাছালির মধ্যে৷ ছবিটিতে দেখা যাচ্ছে জঙ্গলে লম্বা ঘাসের আড়ালে দেখা যাচ্ছে শ্বেতবর্ণ হরিণটিকে৷ তার সঙ্গে ছিল আরও একটি প্রাপ্তবয়স্ক হরিণী৷
ট্যুইটারে শেয়ার করার কিছুদিনের মধ্যেই ছবিটি ভাইরাল হয়ে গিয়েছে৷ অধিকাংশ নেটিজেন সাধুবাদ জানালেও অনেকেই প্রাণীটির নিরাপত্তা নিয়ে সংশয় ও উদ্বেগ প্রকাশ করেছেন৷ ছবিটিতে মন্তব্য করেছেন বন দফতরের অন্যান্য আধিকারিক ও আমলারাও৷
advertisement
advertisement
আরও পড়ুন : অনুরাগিণী থেকে হন প্রথম অর্ধাঙ্গিনী, প্রাক্তন স্ত্রী মীনাক্ষীর প্রচণ্ড রাগ নাকি সামলাতেন দুর্নিবারই
Staying true to its tagline, “Katarniaghat- Where rare is common”, an albino spotted deer fawn was sighted this morning.
PC - Pulkit Gupta, Gharial Conservation Team pic.twitter.com/KPYCQzTp1P — Akash Deep Badhawan, IFS (@aakashbadhawan) March 9, 2023
advertisement
সাধারণত অ্যালবিনো বা সাদা রঙের প্রাণী হয় পিগমেন্টেশনের কারণে৷ আংশিক বা সম্পূর্ণ পিগমেন্টেশনের জন্য কোনও প্রাণীর গায়ের স্বাভাবিক বর্ণের বদলে সাদা রং দেখা যায়৷ জন্মদাতাদের থেকে পাওয়া মিউটেড জিন এই বিরল ঘটনার জন্য দায়ী৷
advertisement
In nature exceptions are removed first. They are hard to adapt. https://t.co/Ttj1iIN747
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 10, 2023
অ্যালবিনো প্রাণীকে প্রকৃতিতে অনেক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়৷ তাদের দৃষ্টিশক্তি দুর্বল৷ ফলে শিকার ধরা বা প্রাণরক্ষার ক্ষেত্রে সে পিছিয়ে পড়ে৷ অসুবিধার মুখোমুখি হয়৷ বিপদের সময় পারে না ক্যামোফ্লেজ করতে ৷ ফলে প্রকৃতিতে নিজেকে মিশিয়ে দিতে না পারায় সহজেই শত্রুর কাছে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে৷ এমনকি, মিলনসঙ্গী খুঁজে পেতেও সমস্যার মুখে পড়তে হয় তাদের৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 13, 2023 7:31 AM IST