Ramadan 2024: রমজানের চাঁদ আকাশে, শুরু হল পুণ্য রোজা, জেনে নিন সেহরি আর ইফতারের সময়সূচি
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
রমজানের এই বাঁকা চাঁদ দেশের আকাশে দেখা গিয়েছে সোমবার ১১ মার্চ। সেই অনুসারে এবার মঙ্গলবার ১২ মার্চ ২০২৪ তারিখ থেকে শুরু হচ্ছে রোজা।
কলকাতা: বহু প্রতীক্ষিত সেই পুণ্য মুহূর্ত এখন সমাগত। বছরের প্রথম ইদ। ইদ-উল-ফিতর। চান্দ্র তিথি অনুসারে যা চলতি বছরের ৯ বা ১০ এপ্রিল উদযাপিত হওয়ার কথা। তার আগে রয়েছে মাসব্যাপী রোজা বা উপবাসের মাধ্যমে শরীর আর মনের শুদ্ধিকরণ। একেই বলা হয়ে থাকে রমজান বা রমাদান। সেই রমজানের চাঁদ এবার দেখা গিয়েছে দেশের আকাশেও।
রমজানের এই বাঁকা চাঁদ দেশের আকাশে দেখা গিয়েছে সোমবার ১১ মার্চ। সেই অনুসারে আজ, মঙ্গলবার ১২ মার্চ ২০২৪ তারিখ থেকে শুরু হচ্ছে রোজা। এই প্রসঙ্গে বলে রাখা ভাল যে সৌদি আরবে রমাদানের চাঁদ দেখা গিয়েছে ১০ মার্চ রবিবার। সৌদি আরবে চাঁদ দেখা যাওয়ার একদিন পরে সাধারণত এশিয়ার দেশগুলিতে রমজানের চাঁদ দেখার হিসাব করা হয়। সেই অনুসারে চলছিল প্রতীক্ষা, মগরেবের নামাজের পর রমাদানের চাঁদ দেখার, যা ভারতে পূর্ণ হল সোমবার সন্ধ্যায়।
advertisement
advertisement

এই রোজার সঙ্গে অতীব গুরুত্বপূর্ণ দুই আচার সেহরি আর ইফতার। রোজা অর্থাৎ দিনভর উপবাস পালন। তার আগে, সূর্য ওঠার আগে, ঊষাকালে, ফজরের নামাজের আগেই যে খাদ্যগ্রহণ, তা সেহরি নামে অভিহিত। অন্য দিকে, ইফতার হল দিনভর উপবাসের পরবর্তী খাদ্যগ্রহণ, সান্ধ্যকালীন মগরেবের নামাজের পর যা উদযাপিত হয়। রোজা পালনে যাতে কোনও ত্রুটি না থাকে, সেই জন্য দেশের কোন শহরে সেহরি আর ইফতার কোন সময়ে পড়ছে, তা একবার দেখে নেওয়া যাক।
advertisement
তবে হ্যাঁ, এই সময়সূচি কাঁটায় কাঁটায় সঠিক এমন দাবি করা যাবে না, কেন না, বিভিন্ন শহরে সূর্যোদয় আর সূর্যাস্তের সময় আলাদা হবেই, এখানে সর্বাংশে মিলে যাওয়ার সম্ভাবনা আছে, এমন সময়সীমাই উল্লেখ করা হল।
advertisement
দিল্লি
সেহরি ভোর ৫টা ১৮ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ২৭ মিনিট
হায়দরাবাদ
সেহরি ভোর ৫টা ১৬ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ২৬ মিনিট
মুম্বই
সেহরি ভোর ৫টা ৩৮ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট
পুণে
সেহরি ভোর ৫টা ৩৪ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিট
advertisement
সুরাত
সেহরি ভোর ৫টা ৩৮ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট
আহমেদাবাদ
সেহরি ভোর ৫টা ৩৮ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ৪৭ মিনিট
বেঙ্গালুরু
সেহরি ভোর ৫টা ১৯ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ৩১ মিনিট
কলকাতা
সেহরি ভোর ৪টে ৩৫ মিনিট, ইফতার বিকেল ৫টা ৪৫ মিনিট
advertisement
চেন্নাই
সেহরি ভোর ৫টা ০৮ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ২০ মিনিট
কানপুর
সেহরি ভোর ৫টা ০৬ মিনিট, ইফতার সন্ধ্যা ৬টা ১৫ মিনিট
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2024 9:46 AM IST