Vande Bharat Express: যাত্রীদের জন্য সুখবর ! রাজ্য পেতে চলেছে আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
এর ফলে সুবিধা পাবেন বাংলা ও বিহারের যাত্রীরা ৷
আবীর ঘোষাল, কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে সমগ্র দেশে ১০টি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করবেন। এগুলির মধ্যে নিউ জলপাইগুড়ি ও পটনার মধ্যে নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনও অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়াও প্রধানমন্ত্রী ৮৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেলওয়ে প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এই নিউ জলপাইগুড়ি-পটনা-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি পশ্চিমবঙ্গ ও বিহার-সহ সংলগ্ন অঞ্চলগুলির জনগণকে উপকৃত করবে বলেই মনে করা হচ্ছে। অর্থাৎ, নতুন বন্দে ভারত ট্রেনটিকে প্রধানমন্ত্রীর দেশজুড়ে যোগাযোগ উন্নত করার এবং রেলওয়ে যাত্রীদের বিশ্বমানের সুযোগ-সুবিধা প্রদানের একটি পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়েছে।
প্রধানমন্ত্রী ১২ মার্চ, ২০২৪ তারিখে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নিউ জলপাইগুড়ি থেকে পটনা পর্যন্ত নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী পরিষেবার সূচনা করবেন। উদ্বোধনী চলাচলের সময় ০২২৩৩ (নিউ জলপাইগুড়ি-পটনা) বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি নিউ জলপাইগুড়ি থেকে সকাল ৯টায় রওনা দিয়ে পটনা জংশনে বিকেল সাড়ে ৫টায় পৌঁছবে। নিউ জলপাইগুড়ি-পটনা-নিউ জলপাইগুড়ি (২২২৩৩/২২২৩৪) বন্দে ভারত এক্সপ্রেসের উভয় দিকের নিয়মিত পরিষেবা শুরু হবে ১৪ মার্চ, অর্থাৎ বৃহস্পতিবার।
advertisement
advertisement
ট্রেন নং. ২২২৩৩ (নিউ জলপাইগুড়ি-পটনা) বন্দে ভারত এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি থেকে সকাল ৫টা ১৫ মিনিটে রওনা দেবে এবং একই দিনে দুপুর ১২টা ১০-এ পটনা জংশনে পৌঁছবে। ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ২২২৩৪ (পটনা-নিউ জলপাইগুড়ি) বন্দে ভারত এক্সপ্রেস পটনা জং. থেকে দুপুর ১টায় রওনা হবে এবং একই দিনে রাত ৮টায় নিউ জলপাইগুড়ি পৌঁছবে। ট্রেন দুটি উভয় দিক থেকে নিজের গন্তব্যস্থলে যাওয়ার জন্য সপ্তাহে ৬ দিন কিষানগঞ্জ ও কাটিহার হয়ে চলাচল করবে। দুটি ট্রেনই নিজেদের গন্তব্যস্থলে পৌঁছবে আনুমানিক সাত ঘণ্টার মধ্যে ৷ উভয় দিক থেকেই ৪৭১ কিমি দূরত্ব অতিক্রম করবে। ট্রেনটিতে ৫৩০টি সিটিং ক্যাপাসিটি-সহ ৮টি কোচ থাকবে। একটি এগজিকিউটিভ ক্লাস, পাঁচটি চেয়ার কার এবং দুটি ড্রাইভার ট্রেইল কোচ থাকবে।
advertisement
নিউ জলপাইগুড়ি-পটনা জংশনের মধ্যে ট্রেন ভ্রমণের ভাড়া ক্যাটারিং মাসুল ছাড়া এগজিকিউটিভ ক্লাসের জন্য ২০৮০ টাকা, চেয়ার কারের জন্য ১০৪০ টাকা এবং ক্যাটারিং মাসুল-সহ যথাক্রমে ২২৫০ টাকা ও ১১৮০ টাকা হবে। বিহার ও উত্তরবঙ্গের মধ্যে এই অত্যাধুনিক বন্দেভারত এক্সপ্রেস ট্রেনটির ফলে বিশেষভাবে উভয় রাজ্যের জনগণ বর্ধিত গতি ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে এক্সপ্রেস রেলের মাধ্যমে ভ্রমণের অভিজ্ঞতা লাভ করতে সক্ষম হবেন। যেহেতু এই সেমি হাই স্পিড ট্রেনটি সমস্ত ধরনের বিশ্বমানের আধুনিক সুযোগ-সুবিধাযুক্ত, তাই যাত্রীরা নিজেদের ভ্রমণের সময় এই পার্থক্য ভালভাবেই অনুভব করতে পারবেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 12, 2024 9:21 AM IST