Raksha bandhan: কিডনি দিয়ে দাদার জীবন রক্ষা বোনের! রাখি পূর্ণিমায় দাদাকে অমূল্য উপহার
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
রাখি বেঁধে এক বোন তার দাদাকে ‘উপহার’ দিয়েছেন৷ তাও আবার যে সে উপহার নয়, নিজের একটি কিডনি দিয়ে দাদার জীবন বাঁচালেন বোন৷
নয়াদিল্লি: ভাই বোনের পবিত্র সম্পর্কে উৎসব রাখিবন্ধন৷ ভাই বা দাদার হাতে বোন বা দিদিরা রাখি বাঁধবেন৷ বদলে বোন বা দিদিকে উপহার দেবেন ভাই বা দাদা৷ তবে এই ঘটনার ছবিটা একটু অন্যরকম৷ রাখি বেঁধে এক বোন তার দাদাকে ‘উপহার’ দিয়েছেন৷ তাও আবার যে সে উপহার নয়, নিজের একটি কিডনি দিয়ে দাদার জীবন বাঁচালেন বোন৷
প্রিয়াঙ্কার(২৩) দাদা হরেন্দ্র(৩০) ২০২২ সালের ডিসেম্বর থেকেই ডায়ালিসিস শুরু হয়৷ হরেন্দ্র জানুয়ারিতে হরেন্দ্র জানতে পারেন তাঁর কিডনি ফেলিওরের সমস্যা রয়েছে৷ এ কারণে তিনি হঠাৎ ক্লান্তি, কোনও কারণ ছাড়াই ক্লান্তি এবং খিদে কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দেয়৷ গত বছর ডিসেম্বর থেকেই ডায়ালাইসিস করা রোজকার রুটিনে পরিণত হয়৷ ফলে দিন দিন হরেন্দ্রর স্বাস্থ্যের অবনতি হতে থাকে৷
advertisement
advertisement
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী দাদার এই অবস্থা দেখে তাঁর ছোট বোন প্রিয়াঙ্কা সিদ্ধান্ত নেন দাদাকে তিনি একটি কিডনি দান করবেন৷ দাদার জীবন রক্ষা করার ভার নিলেন বোন৷ অনেকেই প্রিয়াঙ্কাকেই বোঝান কিডনি দান করলে ভবিষ্যতে তাঁর বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে৷ এমনকি বহুজনেই তাঁকে বলেন, তাঁর মা হওয়ার পথেও পরবর্তীকালে বাধা হতে পারে এই কিডনি দান৷ তবে তারপরও তিনি তার সিদ্ধান্তে অটল থাকেন৷
advertisement
১০ অগাস্ট হরেন্দ্রর কিডনি প্রতিস্থাপন করা হয়৷ অবশ্য ডাক্তাররা জানালেন মা হওয়ার পথে মোটেই কোনও বাধা নয় কিডনি দান৷ বোনের কিডনি দান করার পর নতুন জীবন পেয়ে হরেন্দ্র খুবই খুশি। তাঁর বোনই তাঁর সবচেয়ে বড় শক্তি, জানালেন হরেন্দ্র৷ রাখি বন্ধনে তিনি অমূল্য উপহার পেয়েছেন৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2023 6:47 PM IST