Crime: বোনকে ধর্ষণ করে দীর্ঘদিন ধরে অত্যাচার, রাখির দিনেই ২০ বছরের জেলের সাজা ধর্ষক দাদার

Last Updated:

Crime: এই ঘটনায় ২০ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ভুবনেশ্বর: বুধবার এক মারাত্মক অপরাধের সাজা দিল আদালত৷ রাখির দিন ওড়িশার আদালতের রায় নিয়ে কার্যত তোলপাড় পড়ে গিয়েছে দেশজুড়ে৷ অপরাধীর বিরুদ্ধে অভিযোগ ছিল, ১৪ বছরের বোনকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেছিল৷ আর সেই ঘটনায় অন্তসত্ত্বা হয়ে পড়েছিল ওই নাবালিকা৷ এই ঘটনায় ২০ বছরের কারাদণ্ডের সাজা দিয়েছে আদালত৷
ওড়িশা হাইকোর্টের বিচারপতি এসকে সাহু এই মামলার রায় দেওয়ার সময় এটিও বলেছেন, আলাদা করে ৪০ হাজার টাকা ফাইন করা হয়েছে, এ ছাড়া অনাদায়ে আরও দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে পাশাপাশি ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি, কারণ রাখির দিনেই এই ঘটনার সাজা ঘোষণা করা হয়েছে আদালতের তরফ থেকে৷
advertisement
তিনি বলেছেন, ‘এটা সত্যি একেবারে হৃদয়বিদারক ও মন ভাঙা এক ঘটনা, যে এই ধর্ষণের ঘটনার সাজা ঘোষণা করা হচ্ছে রাখির মতো একটি শুভ তিথিতে৷ এই দিনটিতেই বোনকে রক্ষা করার শপথ নেন দাদা, শেষ নিঃশ্বাস পর্যন্ত দাদা রক্ষা করার শপথ নেন৷ আর সেই দিনই এই ঘটনা করতে হল৷’
advertisement
এর আগে মালকানগিরি স্পেশাল জাজ এই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছিলেন৷ মে মাসের ২০১৮ সাল থেকে ২০১৯ সালের মধ্যে নিজের গ্রামেই এই ধর্ষণের কাণ্ড ঘটিয়েছিল৷ পাশাপাশি, এই ঘটনা প্রকাশ্যে আসার পর বোনকে অভিযোগ দায়ের না করার জন্য হুমকিও দিয়েছিল৷ কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি৷
বাংলা খবর/ খবর/দেশ/
Crime: বোনকে ধর্ষণ করে দীর্ঘদিন ধরে অত্যাচার, রাখির দিনেই ২০ বছরের জেলের সাজা ধর্ষক দাদার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement