NDA একক সংখ্যাগরিষ্ঠতা পেলে বাজার সূচক ১০,৭৫০ ছোঁবেই, দাবি রাকেশ ঝুনঝুনওয়ালা

Last Updated:
#নয়াদিল্লি: ২০১৪-র পুনরাবৃত্তি হতে চলেছে আরও একবার দেশজুড়ে ৷ ২০১৯ সালে আবারও মোদিঝড়ের সাক্ষী হতে চলেছে গোটা দেশ ৷ অন্ততপক্ষে এক্সিট পোলের রিপোর্টে এমনটাই ইঙ্গিত মিলছে ৷ তবে, এই এক্সিট পোল কিন্তু এক্সাট পোল নয় ৷ এক্সিট পোলের রেজাল্ট থেকে শুধুমাত্র একটি ইঙ্গিত মেলে যে কোন দল ফের ক্ষমতায় আসতে চলেছে ৷ সিএনবিসি টিভি 18-কে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন দেশের প্রখ্যাত ব্যবসায়ী রাকেশ ঝুনঝুলওয়ালা ৷
রবিবার সাত দফার ভোট শেষ হওয়ার পর বিভিন্ন এক্সিট পোলের রেজাল্টে ফের দেশে বিজেপি নেতৃত্বাধীন সরকার ফিরে আসার ইঙ্গিত ছিল ৷ যার জোরদার প্রভাব পড়েছে শেয়ার বাজারে ৷ এই প্রসঙ্গে ঝুনঝুনওয়ালা বলেন, ‘সোমবার সেনসেক্সের পারদ ছুঁয়েছিল ৩৮,৮৯২.৮৯-এ ৷ তবে, কতদিন পর্যন্ত এই উচ্চতায় থাকবে সেনসেক্স ৷ কিংবা আর কত উপরে উঠতে পারে সেনসেক্সের পারদ ৷ সেই সম্পর্কিত কোনও তথ্য আগাম আঁচ করে বলা যায় না ৷ কিংবা সেনসেক্সের পারদ এভাবে আর কত ওপরে পৌঁছবে, সেটিও আগাম বলা যায় না ৷ তবে, নির্বাচনী ফলপ্রকাশের পর যদি এনডিএ সংখ্যগরিষ্ঠতা পায় তাহলে সেনসেক্সের পারদ থাকবে ১০,৭৫০ থেকে ১১,০০০-র মধ্যে ৷’
বাংলা খবর/ খবর/দেশ/
NDA একক সংখ্যাগরিষ্ঠতা পেলে বাজার সূচক ১০,৭৫০ ছোঁবেই, দাবি রাকেশ ঝুনঝুনওয়ালা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement