Niti Aayog: নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের পদ থেকে হঠাৎ ইস্তফা রাজীব কুমারের, কারণ ঘিরে জল্পনা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী, রাজীব কুমারের পদত্যাগ গৃহীত হয়েছে এবং ৩০ এপ্রিল তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে৷
#দিল্লি: হঠাই নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেন রাজীব কুমার৷ তাঁর বদলে সুমন কে বেরিকে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার৷ আগামী ১ মে থেকে দায়িত্বভার গ্রহণ করবেন সুমন কে বেরি৷ ৩০ এপ্রিল রাজীব কুমারের মেয়াদ শেষ হওয়ার কথা৷
২০১৭ সালের অগাস্ট মাসে নীতি আয়োগের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন রাজীব কুমার৷ তৎকালীন ভাইস চেয়ারম্যান অরবিন্দ পানগরিয়াও শিক্ষাজগতে ফিরে যাওয়ার জন্য পদত্যাগ করেছিলেন৷
advertisement
সরকারের জারি করা নির্দেশিকা অনুযায়ী, রাজীব কুমারের পদত্যাগ গৃহীত হয়েছে এবং ৩০ এপ্রিল তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে৷
advertisement
কৃষি, বিলগ্নীকরণ, সরকারি সম্পত্তি কাজে লাগিয়ে রাজকোষে অর্থের সংস্থান করার কথা মাথায় রেখে বিশেষ ভাবে নীতি নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন রাজীব কুমার৷ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে ডি ফিল ডিগ্রি রয়েছে রাজীব কুমারের৷ লখনউ বিশ্ববিদ্যালয় থেকেও পিএইচডি করেছেন তিনি৷ সেন্টার ফর পলিসি রিসার্চেও অন্যতম গবেষক তিনি৷
রাজীব কুমারের জায়গায় যিনি দায়িত্ব নিচ্ছেন সেই সুমন কে বেরিও দিল্লির ন্যাশনাল কাউন্সিল অফ অ্যাপলায়েড ইকোনমিক রিসার্চের ডিরেক্টর জেনারেলের দায়িত্ব সামলেছেন৷ তিনি প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক পরামর্শদাতা কমিটির সদস্যও৷ এর পাশাপাশি স্ট্যাটিস্টিক্যাল কমিশন এবং রিজার্ভ ব্যাঙ্কের আর্থিক নীতি নির্ধারণের জন্য টেকনিক্যাল অ্যাডভাইসরি কমিটিরও সদস্য সুমন কে বেরি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 23, 2022 7:48 AM IST