Rajasthan Love Marriage: এসএসসির প্রস্তুতি নিতে গিয়ে প্রেম, পালিয়ে বিয়ে! এই লাভ বার্ডসের কাহিনি হার মানাবে সিনেমাকেও
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Rajasthan Love Marriage: মনিকা জানায়, তার পরিবার তাঁকে অন্য কোথাও বিয়ে দেওয়ার কথা ভাবছিল, এবং সেই মতো ছেলের সন্ধানও শুরু করে দিয়েছিল। তাই, বাড়ি থেকে পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয় সে। বিস্তারিত জানুন৷
advertisement
চুরু: একটি প্রেমিক জুটি তাদের ভালোবাসাকে সম্পূর্ণ রূপ দিতে লভ ম্যারেজ করেছে। তবে, তাদের জীবনে সুখের পরিবর্তে শুরু হয়েছে এক বেদনাদায়ক পর্ব। প্রেমিক জুটিকে পরিবার থেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এই প্রেমের সম্পর্কটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টেলিগ্রামের মাধ্যমে শুরু হয়েছিল, কিন্তু সমাজের কাছে তাদের প্রেম গ্রহণযোগ্য হয়নি। তাদের এমন কঠিন শাস্তি দেওয়া হয়েছে যে, দম্পতিকে চারদিন স্টেশনে কাটাতে হয়েছে।
advertisement
আরও পড়ুন: ঢিল ছোঁড়া দূরত্বে থানা, তার সামনেই দিনে দুপুরে লাখ লাখ টাকার সোনা, হীরে লুঠ দুষ্কৃতিদের!
প্রেমের কাহিনী টেলিগ্রাম থেকে শুরু হয়, যা লভ ম্যারেজে পরিণত হয়েছিল। চুরু জেলার লালানা গ্রামের ২২ বছর বয়সী মনিকা জানিয়েছে, সে মালাসর গ্রামের ২১ বছর বয়সী ভৈরারামের সঙ্গে নিজের ইচ্ছেয় বিয়ে করেছেন। মনিকা জানায়, ভৈরারাম বিএ পাশ করেছে এবং সে নিজে ভূগোলে মাস্টার ডিগ্রি লাভ করেছে। প্রায় দেড় বছর আগে তাদের পরিচয় হয় টেলিগ্রামে।
advertisement
টেলিগ্রামে পরীক্ষা সম্পর্কিত প্রশ্নপত্র সমাধান করতেন: টেলিগ্রামে পরিচয় হওয়ার পর এই প্রেমিক-প্রেমিকা এসএসসি পরীক্ষার জন্য প্রশ্নপত্র সমাধান করতে শুরু করে। পরে তারা মোবাইলেও কথা বলতে শুরু করে। প্রথমে পরীক্ষার বিষয়গুলো নিয়ে আলোচনা হতো, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব তৈরি হয়। এক পর্যায়ে তাদের প্রেম প্রবল হয়ে ওঠে। তারা বাড়ির অজান্তেই বিয়ের সিদ্ধান্ত নেয়। মনিকা, ভৈরারামের সঙ্গে বিয়ের ইচ্ছা পরিবারের সামনে প্রকাশ করে, কিন্তু পরিবার সম্পূর্ণভাবে এই সম্পর্কের বিপক্ষে ছিল।
advertisement
আরও পড়ুন: লাইসেন্স ছাড়াই অবৈধভাবে পটকার মশলা মজুত, পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ পটকার সামগ্রী
যোধপুরে আর্য সমাজে লভ ম্যারেজ- মনিকা জানায়, তার পরিবার তাঁকে অন্য কোথাও বিয়ে দেওয়ার কথা ভাবছিল, এবং সেই মতো ছেলের সন্ধানও শুরু করে দিয়েছিল। তাই, তারা বাড়ি থেকে পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয় সে। তারা গত ১৫ অক্টোবর বাড়ি থেকে বেরিয়ে যোধপুরে পৌঁছয় এবং সেখানে ১৭ অক্টোবর আর্য সমাজে লভ ম্যারেজ করে।
advertisement
কয়েকদিন হোটেলে থাকার পর টাকা শেষ হয়ে যায় – মনিকা জানায়, লভ ম্যারেজের পর তারা বেশ কিছুদিন হোটেলে থাকলেও পরে টাকা শেষ হয়ে যায়। তারা চারদিন জোধপুরের রেলওয়ে স্টেশনে কাটিয়েছে। মনিকার দাবি, তার পরিবার ভৈরারামকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এই কারণে দুজনেই দারুণ ভয়ে রয়েছে। তাই তারা পুলিশ সুরক্ষা চেয়ে চুরুর পুলিশ সুপারের কাছে অভিযোগ জানিয়েছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 26, 2024 6:43 PM IST