Diwali Patka: লাইসেন্স ছাড়াই অবৈধভাবে পটকার মশলা মজুত, পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ পটকার সামগ্রী
- Published by:Sounak Chakraborty
- local18
Last Updated:
Diwali Patka: চিত্রকূট জেলার কোতোয়ালি পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ পটকার সামগ্রী উদ্ধার করেছে এবং এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
advertisement
চিত্রকূট: দীপাবলির উৎসব কাছে আসার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থানে পটকা তৈরির কাজ চলছে। কিছু লোক লাইসেন্স ছাড়া বাইরে থেকে পটকা এনে নিজেদের বাড়িতে মজুত করে রাখছে।
advertisement
আরও পড়ুন: ঢিল ছোঁড়া দূরত্বে থানা, তার সামনেই দিনে দুপুরে লাখ লাখ টাকার সোনা, হীরে লুঠ দুষ্কৃতিদের!
চিত্রকূট জেলার এমনই এক ঘটনা সামনে এসেছে। পুলিশ একটি বাড়িতে বিপুল পরিমাণে অবৈধ পটকার মজুত উদ্ধার করেছে। পুলিশের এই অভিযানের পর জেলায় অন্যান্য অবৈধ পটকা প্রস্তুতকারী বা বাড়িতে পটকা রাখা লোকেদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
advertisement
চিত্রকূট জেলার কোতোয়ালি পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ পটকার সামগ্রী উদ্ধার করেছে এবং এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ঘটনাটি শহরের কোতোয়ালি এলাকার জগদীশগঞ্জ মহল্লার, যেখানে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণে অবৈধ পটকা উদ্ধার করেছে।
advertisement
অঞ্চলীয় আধিকারিক রাজকমল লোকাল 18-কে জানান যে, পুলিশকে খবর দেওয়া হয়েছিল যে, একটি ভাড়া বাড়িতে কুলদীপ গুপ্ত নামের এক ব্যক্তি লাইসেন্স ছাড়াই বিপুল পরিমাণ পটকার সামগ্রী মজুত করে রেখেছে। এই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পটকা উদ্ধার করা হয়েছে এবং কুলদীপ গুপ্তকে হেফাজতে নিয়ে আইন মেনে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
advertisement
পুলিশ কর্মকর্তারা জেলায় অন্যান্য অঞ্চলেও এ ধরনের সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন এবং সবাইকে কঠোর সতর্কতা দেওয়া হয়েছে৷ জানানো হয়েছে, যদি কারও কাছে লাইসেন্স ছাড়া পটকা পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের কাজ করা লোকেদের জন্যও বিপদ অপেক্ষা করছে। এই সব কারণেই অনেক সময় দেখা যায়, দীপাবলির সময় বিভিন্ন জায়গায় বিস্ফোরণের ঘটনা ঘটছে।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 26, 2024 5:08 PM IST