Jewellery Shop Robbery: ঢিল ছোঁড়া দূরত্বে থানা, তার সামনেই দিনে দুপুরে লাখ লাখ টাকার সোনা, হীরে লুঠ দুষ্কৃতিদের!
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Jewellery Shop Robbery: বাইকে করে আসা দুই মুখোশধারী দুষ্কৃতী জোর করে সোনার দোকানে ঢুকে ডাকাতি করে। তাদের হাতে দেশীয় পিস্তল ছিল। এই সময় দোকানের মালিককে তারা আহত করে লক্ষ লক্ষ টাকার সোনা ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।
সোনিপত : হরিয়ানায় অপরাধীরা বেপরোয়া হয়ে উঠছে এবং সোনিপত ক্রমশ অপরাধের রাজধানী হয়ে উঠছে। চুরি, ডাকাতি, ছিনতাই লেগেই রয়েছে। সর্বশেষ ঘটনাটি সোনিপতের গোহানা রোডে ঘটেছে।
জানা গিয়েছে, বাইকে করে আসা দুই মুখোশধারী দুষ্কৃতী জোর করে সোনার দোকানে ঢুকে ডাকাতি করে। তাদের হাতে দেশীয় পিস্তল ছিল। এই সময় সোনার দোকানের মালিককে আহত করে লক্ষ লক্ষ টাকার সোনা ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। আহত দোকানদার দুষ্কৃতীদের ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। তবে, দুষ্কৃতীদের এই কর্মকাণ্ড সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
advertisement
advertisement
আসলে, সোনিপতের সদর থানা থেকে মাত্র কয়েক মিটার দূরে গোহানা রোডে ইউনিক জুয়েলার্সের দোকান রয়েছে এবং এই দোকানে দিনের আলোয় দুই মুখোশধারী দুষ্কৃতী দেশীয় পিস্তল নিয়ে ঢুকে পড়ে। ঢোকার সঙ্গে সঙ্গে স্বর্ণকারকে সমস্ত সোনা ব্যাগে রাখতে বলে। স্বর্ণকার কিছু করার আগেই তার মাথায় বন্দুকের বাট দিয়ে আঘাত করে দুস্কৃতিরা। তারপর সিন্দুক থেকে সোনা, হীরে ও নগদ টাকা লুট করে নেয়{ এই সময় স্বর্ণকারও দুই দুষ্কৃতীর সঙ্গে লড়াই করেন, কিন্তু লাভ হয়নি তাতে। ক্ষতিগ্রস্ত স্বর্ণকার তাদের উপর ইট ও পাথরও ছুড়েছেন। কিন্তু, দুই মুখোশধারী দুষ্কৃতী বাইক নিয়ে দ্রুত পালিয়ে যায়।
advertisement
আরও পড়ুন: জীবন আগে! দানার ঝাপটাকে পাত্তা না দিয়ে বৃদ্ধাকে পিঠে নিয়ে হাঁটলেন আশা কর্মী, ভাইরাল ভিডিও
আহত স্বর্ণকারকে চিকিৎসার জন্য সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর যেই সোনিপতে ছড়িয়ে পড়ে, ব্যবসায়ী মহলে আতঙ্ক দেখা দেয়। কারণ, দিনের আলোয় সদর থানা থেকে মাত্র কয়েক মিটার দূরে ঘটা এই ঘটনা পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। অন্যদিকে, সোনিপত পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা সহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিডিয়ার সঙ্গে এই বিষয়ে কোনও কথা বলতে চাননি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 26, 2024 4:37 PM IST