চালান কাটতেই ধুন্ধুমার কাণ্ড, RTO ইন্সপেক্টরকে পিষে মারল ট্রেলার ! ক্ষোভ সর্বস্তরে
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Kota Latest News : কখনও কখনও উচিত কাজ করলে নিজের প্রাণ দিয়ে তার মাসুল গুনতে হয়। ঠিক তেমনটাই ঘটেছে এবার রাজস্থানের কোটায়। চালান কাটায় এক আরটিও ইন্সপেক্টরকে পিষে মেরেছেন এক ট্রেলারচালক।
Report: Om Prakash
কোটা, রাজস্থান: প্রশাসনের রক্ষক যাঁরা, তাঁরাই বর্তমানে অনেকাংশে অসহায় বোধ করেন সমাজের ক্রমবর্ধমান অপরাধের পরিপ্রেক্ষিতে। কখনও কখনও উচিত কাজ করলে নিজের প্রাণ দিয়ে তার মাসুল গুনতে হয়। ঠিক তেমনটাই ঘটেছে এবার রাজস্থানের কোটায়। চালান কাটায় এক আরটিও ইন্সপেক্টরকে পিষে মেরেছেন এক ট্রেলারচালক।
জানা গিয়েছে যে, ঘটনাটি কোটা গ্রামীণ এলাকার মন্দানা থানা এলাকার, সেখানেই একটি ট্রেলারের ধাক্কায় একজন আরটিও ইন্সপেক্টরের মৃত্যু হয়েছে। বলা হচ্ছে যে ওই আরটিও ইন্সপেক্টর ট্রেলারটির বিরুদ্ধে একটি চালান জারি করেছিলেন। এতে সেই ট্রেলারেরর ড্রাইভার রেগে যান। শুধুমাত্র এই কারণে তিনি ওই আরটিও ইন্সপেক্টরকে পিষে মেরে ফেলেন। ঘটনার খবর পেয়ে বিভাগের কর্মকর্তারা হতবাক হয়ে যান সঙ্গতভাবেই। আপাতত, পুলিশ মৃতদেহটি স্থানীয় হাসপাতালের মর্গে রেখেছে। এই ঘটনার পর পরিবহণ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, শনিবার বিকেলে কোটা ঝালাওয়ার হাইওয়ে নং-২-এ ঘটনাটি ঘটে, ৫২ নম্বর গোপালপুরা গ্রামের কাছে। আরটিও ইন্সপেক্টর নরেশ কুমার তাঁর দল নিয়ে গোপালপুরার কাছে যানবাহন পরীক্ষা করছিলেন। এই সময়ে একটি ট্রেলার দ্রুত গতিতে এসে তাঁকে পিষে ফেলে। আরটিও ইন্সপেক্টর ট্রেলারটির বিরুদ্ধে একটি চালান জারি করেছিলেন। দুর্ঘটনায় আরটিও ইন্সপেক্টরের গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও, দেবেন্দ্র নামে জনৈক বোলেরোর চালকও আহত হন।
advertisement
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যান মন্দানা থানার পুলিশকর্মীরা। তাঁরা ইন্সপেক্টর নরেশ কুমার এবং বোলেরো চালককে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে নরেশ কুমারকে মৃত ঘোষণা করা হয়। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জেলা কালেক্টর ড. রবীন্দ্র গোস্বামী এবং কোটা গ্রামীণ পুলিশ সুপার সুজিত শঙ্কর পরিবহণ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা পরিস্থিতি খতিয়ে দেখেন, ঠিক কী হয়েছিল সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করেন।
advertisement
এই ঘটনায় ইন্সপেক্টর নরেশের মৃত্যুর পর তাঁর পরিবারের সদস্যদের মধ্যে বিপর্যয় নেমে আসে, তাঁরা হাসপাতালে ছুটে যান । গভীর রাতেই ওই ট্রেলার চালকের বিরুদ্ধে খুনের মামলা দায়েরের জন্য ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু, তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। ইন্সপেক্টর নরেশের মৃত্যুর পর পরিবহণ বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তার বিষয়টি নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এই বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে। তাঁরা অভিযুক্ত ট্রেলার চালকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
Location :
Kota,Rajasthan
First Published :
May 05, 2025 9:46 AM IST