মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অপরাধে ফাঁসিতে ঝোলাল ইরান ! কে এই Mohsen Langarneshin? জেনে নিন বিশদে

Last Updated:
Who was Mohsen Langarneshin, Mossad spy executed in Iran: সংবাদ সংস্থা এপি-র তরফে জানানো হয়েছে যে, কর্নেল খোদায়েইয়ের হত্যার ঘটনায় ইজরায়েলের ফরেন ইন্টেলিজেন্স এজেন্সিকে সহায়তা করার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে মোহসেন ল্যাঙ্গারনেশিনকে।
1/5
গাজা নিয়ে ইতিমধ্যেই চরমে পৌঁছে গিয়েছে ইজরায়েল এবং ইরানের দ্বন্দ্ব। এদিকে এরই মাঝে ইরান সম্প্রতি ফাঁসি দিয়েছে মোহসেন ল্যাঙ্গারনেশিন (Mohsen Langarneshin) নামে এক যুবককে। কিন্তু কে এই মোহসেন ল্যাঙ্গারনেশিন? এই যুবকের বিরুদ্ধে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ-এর হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, এ-ও অভিযোগ যে, ২০২২ সালে তেহরানের উচ্চপদস্থ রেভোলিউশনারি গার্ড কর্নেল হাসান সৈয়দ খোদায়েইয়ের (Hassan Sayyad Khodaei) হত্যার হাই-প্রোফাইল ঘটনার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই মোহসেনই। (Photo Courtesy: X/@Maraalxx)
গাজা নিয়ে ইতিমধ্যেই চরমে পৌঁছে গিয়েছে ইজরায়েল এবং ইরানের দ্বন্দ্ব। এদিকে এরই মাঝে ইরান সম্প্রতি ফাঁসি দিয়েছে মোহসেন ল্যাঙ্গারনেশিন (Mohsen Langarneshin) নামে এক যুবককে। কিন্তু কে এই মোহসেন ল্যাঙ্গারনেশিন? এই যুবকের বিরুদ্ধে ইসরায়েলের জাতীয় গোয়েন্দা সংস্থা মোসাদ-এর হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ উঠেছে। শুধু তা-ই নয়, এ-ও অভিযোগ যে, ২০২২ সালে তেহরানের উচ্চপদস্থ রেভোলিউশনারি গার্ড কর্নেল হাসান সৈয়দ খোদায়েইয়ের (Hassan Sayyad Khodaei) হত্যার হাই-প্রোফাইল ঘটনার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই মোহসেনই। (Photo Courtesy: X/@Maraalxx)
advertisement
2/5
সংবাদ সংস্থা এপি-র তরফে জানানো হয়েছে যে, কর্নেল খোদায়েইয়ের হত্যার ঘটনায় ইজরায়েলের ফরেন ইন্টেলিজেন্স এজেন্সিকে সহায়তা করার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে মোহসেন ল্যাঙ্গারনেশিনকে। এদিকে আবার সংবাদ সংস্থা আইআরএনএ-র তরফে বলা হয়েছে যে, মোসাদের জন্য সিনিয়র স্পাই বা সিনিয়র গুপ্তচর হিসেবেই কাজ করতেন অভিযুক্ত। শুধু তা-ই নয়, কর্নেল খোদায়েইয়ের হত্যায় মোসাদকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে গিয়েছেন তিনি। (File Photo/AFP)
সংবাদ সংস্থা এপি-র তরফে জানানো হয়েছে যে, কর্নেল খোদায়েইয়ের হত্যার ঘটনায় ইজরায়েলের ফরেন ইন্টেলিজেন্স এজেন্সিকে সহায়তা করার অপরাধে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে মোহসেন ল্যাঙ্গারনেশিনকে। এদিকে আবার সংবাদ সংস্থা আইআরএনএ-র তরফে বলা হয়েছে যে, মোসাদের জন্য সিনিয়র স্পাই বা সিনিয়র গুপ্তচর হিসেবেই কাজ করতেন অভিযুক্ত। শুধু তা-ই নয়, কর্নেল খোদায়েইয়ের হত্যায় মোসাদকে প্রযুক্তিগত সহায়তা দিয়ে গিয়েছেন তিনি। (File Photo/AFP)
advertisement
3/5
প্রসঙ্গত, ২০২২ সালে প্রকাশ্য দিবালোকে তেহরানে নিজের বাসভবনের বাইরেই কর্নেল খোদায়েইকে গুলি করে হত্যা করে মোটরবাইক আরোহী দুই আততায়ী। ওই হত্যার ঘটনার সময় স্থানীয় সংবাদমাধ্যম খোদায়েইকে ধর্মস্থানের রক্ষক বলে আখ্যা দিয়েছিল। আসলে এই তকমা সেই সব ইরানিদের দেওয়া হয়, যাঁরা সিরিয়া এবং ইরাকে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেন। কিন্তু খোদাইয়েকে খুনের ঘটনায় যাঁর ভূমিকা ঘিরে অভিযোগ উঠছে, সেই মোসাদ গুপ্তচর মোহসেন ল্যাঙ্গারনেশিনের বিষয়ে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। (Photo: X)
প্রসঙ্গত, ২০২২ সালে প্রকাশ্য দিবালোকে তেহরানে নিজের বাসভবনের বাইরেই কর্নেল খোদায়েইকে গুলি করে হত্যা করে মোটরবাইক আরোহী দুই আততায়ী। ওই হত্যার ঘটনার সময় স্থানীয় সংবাদমাধ্যম খোদায়েইকে ধর্মস্থানের রক্ষক বলে আখ্যা দিয়েছিল। আসলে এই তকমা সেই সব ইরানিদের দেওয়া হয়, যাঁরা সিরিয়া এবং ইরাকে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করেন। কিন্তু খোদাইয়েকে খুনের ঘটনায় যাঁর ভূমিকা ঘিরে অভিযোগ উঠছে, সেই মোসাদ গুপ্তচর মোহসেন ল্যাঙ্গারনেশিনের বিষয়ে আরও কিছু তথ্য জেনে নেওয়া যাক। (Photo: X)
advertisement
4/5
সংবাদ সংস্থা আইআরএনএ-র তরফে বলা হয়েছে যে, ইজরায়েলি প্রশাসন ওই যুবককে মোহসেন ল্যাঙ্গারনেশিন বলে শনাক্ত করেছিল। তিনি আদতে ছিলেন মোসাদের একজন সিনিয়র গুপ্তচর। ২০২০ সালে তিনি এই কাজে নিযুক্ত হয়েছিলেন। এরপর জর্জিয়া এবং নেপালের ইজরায়েলি তদন্তকারী অফিসারদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন। সেই প্রতিবেদনে আরও অভিযোগ যে, ইস্ফাহান-সহ গোটা ইরান জুড়ে নিরাপদে ঘর ভাড়া করে ল্যাঙ্গারনেশিন অন্যান্য এজেন্টদের জন্য রসদ সরবরাহের সুবিধা তৈরি করে দিয়েছিলেন। (File Photo)
সংবাদ সংস্থা আইআরএনএ-র তরফে বলা হয়েছে যে, ইজরায়েলি প্রশাসন ওই যুবককে মোহসেন ল্যাঙ্গারনেশিন বলে শনাক্ত করেছিল। তিনি আদতে ছিলেন মোসাদের একজন সিনিয়র গুপ্তচর। ২০২০ সালে তিনি এই কাজে নিযুক্ত হয়েছিলেন। এরপর জর্জিয়া এবং নেপালের ইজরায়েলি তদন্তকারী অফিসারদের সঙ্গে তিনি সাক্ষাৎ করেছিলেন। সেই প্রতিবেদনে আরও অভিযোগ যে, ইস্ফাহান-সহ গোটা ইরান জুড়ে নিরাপদে ঘর ভাড়া করে ল্যাঙ্গারনেশিন অন্যান্য এজেন্টদের জন্য রসদ সরবরাহের সুবিধা তৈরি করে দিয়েছিলেন। (File Photo)
advertisement
5/5
আবার ২০২৩ সালের জানুয়ারি মাসে ইস্ফাহানের একটি সেনা ঘাঁটিতে ড্রোন হামলার সঙ্গেও পাওয়া গিয়েছিল মোহসেনের যোগ। সেই সময় ইরান অভিযোগ তুলেছিল যে, এই হামলার পিছনে ইজরায়েলের হাত রয়েছে। মোহসেন ল্যাঙ্গারনেশিনের বিচার করা হয়েছিল। আর ইরানের রেভোলিউশনারি কোর্টে তিনি নিজের স্বীকারোক্তি দিয়েছিলেন। এমনটাই জানানো হয়েছে প্রতিবেদনে। (File Photo/AP)
আবার ২০২৩ সালের জানুয়ারি মাসে ইস্ফাহানের একটি সেনা ঘাঁটিতে ড্রোন হামলার সঙ্গেও পাওয়া গিয়েছিল মোহসেনের যোগ। সেই সময় ইরান অভিযোগ তুলেছিল যে, এই হামলার পিছনে ইজরায়েলের হাত রয়েছে। মোহসেন ল্যাঙ্গারনেশিনের বিচার করা হয়েছিল। আর ইরানের রেভোলিউশনারি কোর্টে তিনি নিজের স্বীকারোক্তি দিয়েছিলেন। এমনটাই জানানো হয়েছে প্রতিবেদনে। (File Photo/AP)
advertisement
advertisement
advertisement