বাজেটের আগেই বড় খবর ,বেকার যুবক-যুবতীদের আর্থিক সাহায্যের ঘোষণা
Last Updated:
#জয়পুর: কৃষি ঋণ মুকুবের পর এবার রাজ্যের যুবসম্প্রদায়ের জন্য বেকার ভাতা ঘোষণা করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।
১ মার্চ থেকে এই ভাতার টাকা পাওয়া যাবে । মহিলারা মাসে ৩,৫০০ টাকা ও পুরুষরা মাসিক ৩,০০০ টাকা করে পাবেন । দু'বছর ধরে এই টাকা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে, জানিয়েছেন গেহলট ।
বিধানসভা নির্বাচনের আগে বেকারত্ব সমস্যা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিল ও কংগ্রেস । এছাড়াও গেহলট জানিয়েছেন এর আগেও তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যে বেকার ভাতা চালু করেছিলেন তিনি । তখন ভাতার পরিমাণ ছিল ৬০০ টাকা, মন্তব্য গেহলটের ।
advertisement
advertisement
Rajasthan CM Ashok Gehlot: When I was the CM last time,I started the scheme to pay Rs 600 as unemployment allowance. Now we are increasing the amount as promised in the manifesto,under this scheme girls will get Rs 3,500&boys will get Rs 3,000.This will be effective from March 1. pic.twitter.com/peiTc6eOSa
— ANI (@ANI) January 31, 2019
advertisement
এই সুবিধা পাওয়ার জন্য রাজস্থানের বাসিন্দা হতে হবে ও রাজ্যের কোনও বিশ্ববিদ্যালয়ের থেকে ডিগ্রি থাকতে হবে । পারিবারিক আয়ের পরিমাণ ২ লক্ষ টাকার মধ্যে হতে হবে । অনলাইনে আবেদন করতে হবে প্রার্থীদের।
এই প্রকল্পের জন্য রাজ্য তহবিল থেকে বার্ষিক ৫২৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 01, 2019 9:24 AM IST