#জয়পুর: রাজ্যস্থানের রাজনৈতিক নাটক অব্যাহত৷ রাজ্যপাল পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অভিযোগ জানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ এর পরই সরকারের দাবিতে সাড়া দিয়ে বিধানসভার অধিবেশন ডাকার অনুমতি দিলেন রাজ্যপাল কলরাজ মিশ্র৷ তবে করোনা মহামারির কথা মাথায় রেখে কয়েকটি শর্ত দিয়েছেন তিনি৷ একই সঙ্গে বিবৃতিতে রাজস্থানের রাজ্যপাল দাবি করেছেন, ইচ্ছাকৃত ভাবে বিধানসভার অধিবেশন দেরিতে ডাকার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না৷
সচিন পাইলট এবং তাঁর অনুগামী বিধায়করা বিদ্রোহ করার পর থেকেই বার বার বিধানসভা অধিবেশন ডাকার জন্য রাজ্যপালের কাছে দাবি জানাচ্ছিল কংগ্রেস৷ কিন্তু সেই আবেদনে সাড়া দিচ্ছিলেন না রাজ্যপাল৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলট দাবি করেন, বিজেপি শীর্ষ নেতৃত্বের চাপেই এমন আচরণ করছেন রাজ্যপাল৷
এই অবস্থায় এ দিন সকালেও অধিবেশন ডাকার জন্য সরকারের প্রস্তাব ফেরত পাঠান রাজ্যপাল৷ তার পরই সরাসরি প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান গেহলট৷ অন্যদিকে কংগ্রেসের তরফে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছেও একটি স্মারকলিপি পাঠানো হয়৷ তাতে অভিযোগ করা হয়, বিজেপি রাজস্থানে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে৷ আর নিজের পদের গরিমার কথা ভুলে যথাযথ ভাবে নিজের দায়িত্ব পালন করছেন না রাজ্যপাল কলরাজ মিশ্র৷ রাজস্থানের জট কাটাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপও দাবি করে কংগ্রেস৷
এ দিন রাজ্যপাল বিধানসভা অধিবেশন শুরু করার অনুমতি দিয়েও দু'টি শর্তের কথা বলেছেন৷ প্রথমত করোনা মহামারি চলায় অধিবেশন শুরু করার আগে বিধায়কদের ২১ দিনের নোটিস দেওয়া যায় কি না৷ আর দ্বিতীয়ত, করোনা অতিমারির মধ্যে অধিবেশন ডাকলে কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে, সেই প্রশ্নও তুলেছেন রাজ্যপাল৷