প্রধানমন্ত্রীর কাছে রাজ্যপালের নামে নালিশ মুখ্যমন্ত্রীর, রাজস্থানে নাটক অব্যাহত

Last Updated:

এ দিন রাজ্যপাল বিধানসভা অধিবেশন শুরু করার অনুমতি দিয়েও দু'টি শর্তের কথা বলেছেন৷

#জয়পুর: রাজ্যস্থানের রাজনৈতিক নাটক অব্যাহত৷ রাজ্যপাল পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অভিযোগ জানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ এর পরই সরকারের দাবিতে সাড়া দিয়ে বিধানসভার অধিবেশন ডাকার অনুমতি দিলেন রাজ্যপাল কলরাজ মিশ্র৷ তবে করোনা মহামারির কথা মাথায় রেখে কয়েকটি শর্ত দিয়েছেন তিনি৷ একই সঙ্গে বিবৃতিতে রাজস্থানের রাজ্যপাল দাবি করেছেন, ইচ্ছাকৃত ভাবে বিধানসভার অধিবেশন দেরিতে ডাকার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না৷
সচিন পাইলট এবং তাঁর অনুগামী বিধায়করা বিদ্রোহ করার পর থেকেই বার বার বিধানসভা অধিবেশন ডাকার জন্য রাজ্যপালের কাছে দাবি জানাচ্ছিল কংগ্রেস৷ কিন্তু সেই আবেদনে সাড়া দিচ্ছিলেন না রাজ্যপাল৷ মুখ্যমন্ত্রী অশোক গেহলট দাবি করেন, বিজেপি শীর্ষ নেতৃত্বের চাপেই এমন আচরণ করছেন রাজ্যপাল৷
এই অবস্থায় এ দিন সকালেও অধিবেশন ডাকার জন্য সরকারের প্রস্তাব ফেরত পাঠান রাজ্যপাল৷ তার পরই সরাসরি প্রধানমন্ত্রীর কাছে বিষয়টি নিয়ে অভিযোগ জানান গেহলট৷ অন্যদিকে কংগ্রেসের তরফে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছেও একটি স্মারকলিপি পাঠানো হয়৷ তাতে অভিযোগ করা হয়, বিজেপি রাজস্থানে সরকার ফেলে দেওয়ার চেষ্টা করছে৷ আর নিজের পদের গরিমার কথা ভুলে যথাযথ ভাবে নিজের দায়িত্ব পালন করছেন না রাজ্যপাল কলরাজ মিশ্র৷ রাজস্থানের জট কাটাতে রাষ্ট্রপতির হস্তক্ষেপও দাবি করে কংগ্রেস৷
advertisement
advertisement
এ দিন রাজ্যপাল বিধানসভা অধিবেশন শুরু করার অনুমতি দিয়েও দু'টি শর্তের কথা বলেছেন৷ প্রথমত করোনা মহামারি চলায় অধিবেশন শুরু করার আগে বিধায়কদের ২১ দিনের নোটিস দেওয়া যায় কি না৷ আর দ্বিতীয়ত, করোনা অতিমারির মধ্যে অধিবেশন ডাকলে কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখা হবে, সেই প্রশ্নও তুলেছেন রাজ্যপাল৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
প্রধানমন্ত্রীর কাছে রাজ্যপালের নামে নালিশ মুখ্যমন্ত্রীর, রাজস্থানে নাটক অব্যাহত
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement