Sonam Raghuvanshi Case Update: ঠিক হয়ে গিয়েছিল সন্তানের নাম! কে করবে নামকরণ? 'আমি প্রেগন্যান্ট', রাজাকে জানিয়েছিল সোনম? বেরিয়ে এল বিস্ফোরক ভিডিও

Last Updated:

Sonam Raghuvanshi Case Update: ঠিক হয়ে গিয়েছিল সন্তানের নাম? কে করবে নামকরণ নাকি করে ফেলেছিলেন বেড়াতে যাওয়া আগেই? সোনমকে জেরায় উঠে এল আরও এক বিস্ফোরক তথ্য।

News18
News18
শিলং: ঠিক হয়ে গিয়েছিল সন্তানের নাম? কে করবে নামকরণ নাকি করে ফেলেছিলেন বেড়াতে যাওয়া আগেই? সোনমকে জেরায় উঠে এল আরও এক বিস্ফোরক তথ্য। রাজা রঘুবংশী হত্যা মামলায় প্রতিদিনই নতুন নতুন তথ্য সামনে আসছে। প্রেমিক রাজ কুশওয়াহার জন্য নিজের বিয়ে ভেঙে দিয়েছেন সোনম রঘুবংশী? সোনম, যাকে রাজা রঘুবংশী অন্ধভাবে বিশ্বাস করেছিলেন, তাকে মেঘালয়ে হানিমুনে গিয়ে খুন করা হয়। স্ত্রী সোনম মধুচন্দ্রিমায় গিয়ে রাজা রঘুবংশীকে খুন করান। চোখের সামনেই স্বামীকে খুন হতে দেখেন। এরপর প্ল্যান মাফিক অপহরণের নাটক শুরু হয়। যদিও শত মিথ্যা সত্বেও নিজেকে বাঁচাতে পারেনি রাজ এবং সোনম। হ্যাঁ, রাজা রঘুবংশী ভেবে ফেলেছিলেন তাঁর সন্তানের নাম কে রাখবেন। বিয়ের দিনের এমনই এক মজার খেলার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সোনম গ্রেফতারের পরেই তাঁর প্রেগন্যান্সি টেস্ট করানো হয়, সেখানে প্রথমে রিপোর্ট অমীমাংসিত আসে। পরে ফের চিকিৎসক প্রেগন্যান্সি টেস্টের জন্য নির্দেশ দেন। পরে জানা যায় সেই রিপোর্ট নেগেটিভ ছিল। কিন্তু সন্তানের নাম কে রাখবে তা কিন্তু বিয়ের পরেই ঠিক করে ফেলেছিল রঘুবংশী দম্পতি। এক মজার খেলায় একাধিক প্রশ্ন করা হয়েছিল রাজা এবং সোনমকে। সেখানে সোনমই যে সন্তানের নাম ঠিক করবেন তা দু’জনে মিলে সকলকে জানান। শুধু এই একটি প্রশ্নই নয়, এ ছাড়াও একাধিক ব্যক্তিগত প্রশ্নও নবদম্পতিকে করা হয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ রাজা রঘুবংশী খুনে সবচেয়ে বড় পর্দাফাঁস! সোনমকে ২৩৪ বার ফোন করা সঞ্জয় ভার্মা আসলে কে? নাম সামনে আসতেই তাজ্জব পুলিশও
খেলায় প্রশ্ন ছিল রাগ করলে কে আগে সেই রাগ ভাঙানোর চেষ্টা করেন, সেখানে রাজাই প্রথম সরি বলতেন, তা দু’জনেই অকপটে স্বীকার করে নেন। রাজা রঘুবংশী ও সোনমের বিয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, এটিই রাজা এবং সোনমের বিয়ের শেষ ভিডিও। সেই ভিডিওতে এই মজার খেলা রয়েছে। রাজা ও সোনম এই খেলায় অংশ নিচ্ছেন। দু’জনেই একে অপরের গোপন কথা জানাচ্ছেন হাসিমুখে সকলের সামনে।
advertisement
advertisement
খেলায় একজন উপস্থাপক রয়েছেন, যিনি সোনম ও রাজাকে প্রশ্ন করছেন। সকলের সামনে দু’জনকেই জুতা ও স্যান্ডেল তুলে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে, এমনই নিয়ম। রাজা রঘুবংশী সোনমকে কতটা ভালবাসতেন তা এই খেলা থেকে স্পষ্টভাবেই বুঝতে পেরেছেন সকলে। রাজা তার স্ত্রী সোনমকে নিয়ে কী স্বপ্ন লালন করেছিলেন, তা এই খেলা থেকেই সবাই বুঝতে পেরেছে।
advertisement
আরও পড়ুনঃ ঘুম থেকে ওঠার পরপরই স্নান করেন? ৯৯% মানুষই সাংঘাতিক ভুল করছেন দিনের পর দিন! পরিণাম জেনে আজই সাবধান হন
*কে সবচেয়ে বেশি ঘুমায়? এই প্রশ্নের উত্তরে রাজা ও সোনম রঘুবংশী দু’জনেই একে অপরের নাম নেন।
*বেড়াতে যেতে কার বেশি ভাল লাগে? উত্তরে জানা যায় রাজা বেশি বেড়াতে যেতে পছন্দ করেন।
advertisement
*ঝগড়া হলে কে সরি বলে? সোনম চুপ করে ছিল এই প্রশ্নের উত্তরে, কিন্তু রাজা জুতো তুলে নেন এবং জানান তিনি সরি বলতেন।
*কে বাইরে যাওয়ার সময় রেডি হতে বেশি সময় নেয়? দু’জনেই স্যান্ডেল তুলে নেয়। অর্থাৎ সোনম প্রস্তুত হতে বেশি সময় নিতেন।
*শপিং করতে কার ভাল লাগে? সোনম ও রাজা দু’জনেই স্যান্ডেল তুলে নেন। অর্থাৎ সোনম শপিং করতে বেশি পছন্দ করেন।
advertisement
*কে সন্তানের নাম রাখবে? দু’জনেই স্যান্ডেলও তুলে নেন। অর্থাৎ সোনম ও রাজা দুজনেই ঠিক করে ফেলেছিলেন, সন্তানের নাম রাখবেন সোনম।
প্রসঙ্গত, সোনম রঘুবংশী, প্রেমিক রাজ কুশওয়াহাকে সঙ্গে নিয়ে স্বামী রাজা রঘুবংশীকে খুন করে। ১১ মে বিয়ে হয় সোনম-রাজার। ২০ মে মধুচন্দ্রিমার জন্য মেঘালয় যান দু’জনে। ২৩ মে সোনম, বিশাল চৌহান, আকাশ রাজপুত ও আনন্দ কুর্মি রাজাকে চেরাপুঞ্জির ওয়েইসোডং জলপ্রপাতের কাছে জঙ্গলে নিয়ে যান। সেখানে বিশাল কুড়ুল দিয়ে রাজার মাথায় আঘাত করা হয়, লুটিয়ে পড়েন তিনি। এরপর আহত রাজাকে খাদে ফেলে দেওয়া হয়।
বাংলা খবর/ খবর/দেশ/
Sonam Raghuvanshi Case Update: ঠিক হয়ে গিয়েছিল সন্তানের নাম! কে করবে নামকরণ? 'আমি প্রেগন্যান্ট', রাজাকে জানিয়েছিল সোনম? বেরিয়ে এল বিস্ফোরক ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement