সিগনালিং ব্যবস্থার উন্নতিতে ৭৫ হাজার কোটি টাকা খরচ করবে রেল : রেলমন্ত্রী

Last Updated:
#নয়াদিল্লি: সিগনালিং ব্যবস্থার আরও উন্নতি করতে ৭৫ হাজার কোটি টাকা খরচ করতে চলেছে ভারতীয় রেল ৷ দেশজুড়ে রেলের সিগনালিং ব্যবস্থার উন্নতিতে এই বিপুল অর্থ খরচ করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল ৷ সাংবাদমাধ্যমকে তিনি জানান, ‘‘ ইউরোপিয়ান ট্রেন কন্ট্রোল সিস্টেম (ETCS)-এর মতো আধুনিক প্রযুক্তির প্রয়োগ করা হবে দেশের রেলের সিগনালিং ব্যবস্থায় ৷ আরও নিরাপদ যাত্রা এর ফলে সম্ভব হবে ৷ ’’
রেল দুর্ঘটনা কমাতে সিগনালিং ব্যবস্থার আমুল পরিবর্তন করা হচ্ছে ৷ বহুদিন ধরে আটকে থাকা বেঙ্গালুরু সাবার্বান রেলের জন্য প্রি-ফিজিবিলিটি রিপোর্ট তৈরি করেছেন দক্ষিণ-পশ্চিম রেলের আধিকারিকরা ৷ এর জন্য ১২,০০০ কোটি টাকা খরচের পরিকল্পনা রয়েছে ৷ রেলমন্ত্রী এদিন আরও জানান, ১৬০ কিমির সাবার্বান রেল নেটওয়ার্কের মধ্যে ৬৮ কিমি-র কাজ শুরু হবে ৷ শুধু সিগনালিং ব্যবস্থাই নয়, আধুনিক উন্নতমানের লোকোমোটিভ রেল কোচ এবং স্টেশনের উন্নতির জন্যও আরও ৫০০০ কোটি টাকা ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছে রেল ৷
বাংলা খবর/ খবর/দেশ/
সিগনালিং ব্যবস্থার উন্নতিতে ৭৫ হাজার কোটি টাকা খরচ করবে রেল : রেলমন্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement