Rahul Gandhi: যোগীর বাংলা-কাশ্মীর-কেরল মন্তব্য, গর্জে উঠলেন রাহুল গান্ধি!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Rahul Gandhi: রাহুল গান্ধির ট্যুইট, ''আমাদের ঐক্যবদ্ধ শক্তি আছে। আমাদের ঐক্যবদ্ধতা সংস্কৃতির, আমাদের ঐক্যবদ্ধতা বৈচিত্রের, আমাদের ঐক্যবদ্ধতা ভাষার, আমাদের ঐক্যবদ্ধতা মানুষের। আমাদের ঐক্যবদ্ধতা রাজ্যের। কাশ্মীর থেকে কেরল, গুজরাত থেকে পশ্চিমবঙ্গ। ভারত সব রঙেই সুন্দর। ভারতের চেতনাকে অপমান করবেন না।''
#লখনউ: বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেল উত্তর প্রদেশের মহারণ (Uttar Pradesh Assembly Election 2022)। প্রথম দফায় আজ মোট ৫৮টি আসনে হল ভোটগ্রহণ। ঠিক তার আগেই ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের ভোটারদের সতর্ক করে তিনি বলেন, বিরোধীদের ক্ষমতায় ফিরিয়ে আনলে উত্তর প্রদেশের অবস্থাও কাশ্মীর, পশ্চিমবঙ্গ এবং কেরলের মতো হবে। আর এই বিষয়টি নিয়েই গর্জে উঠে ট্যুইটারে সরব হলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি (Rahul Gandhi)।
उत्तर प्रदेश के मेरे मतदाता भाइयों एवं बहनों... pic.twitter.com/voB37uA3uV
— Yogi Adityanath (@myogiadityanath) February 9, 2022
advertisement
প্রায় ৬ মিনিটের এক ভিডিয়ো বার্তায় যোগী বলেছেন, ''দাঙ্গাবাজরা অধৈর্য হয়ে উঠছে এবং সন্ত্রাসীরা বারবার হুমকি দিচ্ছে। আমার মনে কিছু কথা আছে, যা আপনাদেরকে বলতেই হবে। এই পাঁচ বছরে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছে। সাবধান! যদি এই বিষয়গুলি আপনি ভুলে যান, তাহলে এই পাঁচ বছরের পরিশ্রম বেকার হয়ে যাবে। কাশ্মীর, কেরল, বাংলায় পরিণত হতে বেশি সময় লাগবে না উত্তরপ্রদেশের।'' সেই পরিপ্রেক্ষিতেই রাহুলের ট্যুইট, ''আমাদের ঐক্যবদ্ধ শক্তি আছে। আমাদের ঐক্যবদ্ধতা সংস্কৃতির, আমাদের ঐক্যবদ্ধতা বৈচিত্রের, আমাদের ঐক্যবদ্ধতা ভাষার, আমাদের ঐক্যবদ্ধতা মানুষের। আমাদের ঐক্যবদ্ধতা রাজ্যের। কাশ্মীর থেকে কেরল, গুজরাত থেকে পশ্চিমবঙ্গ। ভারত সব রঙেই সুন্দর। ভারতের চেতনাকে অপমান করবেন না।''
advertisement
There is strength in our Union. Our Union of Cultures. Our Union of Diversity. Our Union of Languages. Our Union of People. Our Union of States. From Kashmir to Kerala. From Gujarat to West Bengal. India is beautiful in all its colours. Don’t insult the spirit of India.
— Rahul Gandhi (@RahulGandhi) February 10, 2022
advertisement
এদিন যোগী আরও বলেছেন, ''আপনার ভোট আমার পাঁচ বছরের প্রচেষ্টার জন্য একটি আশীর্বাদ। আপনার ভোট আপনার ভয়মুক্ত জীবনের গ্যারান্টি হবে। কেন্দ্র এবং রাজ্যের ‘ডাবল-ইঞ্জিন’ সরকার ‘নিষ্ঠা ও প্রতিশ্রুতি সহকারে সব কাজ করবে। বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। গত পাঁচ বছরে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার নিষ্ঠা ও প্রতিশ্রুতি আপনারা দেখেছেন।''
advertisement
উল্লেখ্য, বৃহস্পতিবার পশ্চিম উত্তরপ্রদেশের 'জাঠ-প্রধান' অঞ্চলের ৫৮ বিধানসভা আসনে ভোট হয়েছে। এই পর্বে ৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। শামলি, হাপুড়, গৌতম বুদ্ধ নগর, মুজাফফরনগর, মীরাট, বাগপত, গাজিয়াবাদ, বুলন্দশহর, আলিগড়, মথুরা এবং আগ্রা জেলার বিভিন্ন আসনে ভোট গ্রহণ হল আজকে। আর তারই মাঝে যোগী-রাহুল দ্বৈরথ সোশ্যাল মিডিয়ায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2022 7:41 PM IST