Rahul Gandhi: অমেঠি থেকেই ভোটে লড়বেন রাহুল, বড় ঘোষণা উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতির

Last Updated:

অমেঠি এবং কংগ্রেস ভারতীয় রাজনীতিতে প্রায় সমর্থক হয়ে উঠেছিল৷ চার বার এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন রাজীব গান্ধি৷

রাহুল গান্ধি।
রাহুল গান্ধি।
বেনারস: ২০১৯-এ হারের মুখ দেখতে হয়েছিল৷ কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচনে রাহুল গান্ধি অমেঠি থেকেই ভোটে লড়বেন৷ এমনই দাবি করলেন উত্তর প্রদেশের নতুন কংগ্রেস সভাপতি অজয় রায়৷ প্রিয়ঙ্কা গান্ধিও উত্তর প্রদেশ থেকে ভোটে লড়তে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি৷
গত লোকসভা নির্বাচনে অমেঠি কেন্দ্রে বিজেপি-র স্মৃতি ইরানির কাছে হারতে হয়েছিল রাহুল গান্ধিকে৷ যদিও কেরলের ওয়ানাড কেন্দ্র থেকে ভোটে জিতে সাংসদ হন তিনি৷ তবে ২০২৪-এ রাহুল ওয়ানাডেও লড়বেন কি না, সে প্রশ্নের উত্তর জানা যায়নি৷
advertisement
অমেঠি এবং কংগ্রেস ভারতীয় রাজনীতিতে প্রায় সমর্থক হয়ে উঠেছিল৷ চার বার এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হন রাজীব গান্ধি৷ একবার অমেঠির সাংসদ নির্বাচিত হন সনিয়া গান্ধি৷ এর পর ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত তিন বার অমেঠির সাংসদ হিসেবে জয়ী হন রাহুল৷ কিন্তু ২০১৯ সালে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির কাছে ৫০ হাজারেরও বেশি ভোটে হেরে যান রাহুল৷
advertisement
রাজনৈতিক মহলের ব্যাখ্যা, রাহুল গান্ধি অমেঠি থেকে না লড়লে লোকসভা ভোটে তাঁকে আক্রমণের সহজ অস্ত্র পেয়ে যেত বিজেপি৷ হারের ভয়েই রাহুল অমেঠিতে লড়ছেন না, এমন তত্ত্ব খাঁড়া করত গেরুয়া শিবির৷ আবার লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ফল বরাবরণই নির্ণায়ক হয়ে দাঁড়ায়৷ রাহুল নিজে উত্তর প্রদেশ থেকে লড়লে দলের নেতা, কর্মীরাও উজ্জ্বীবিত হবেন৷
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi: অমেঠি থেকেই ভোটে লড়বেন রাহুল, বড় ঘোষণা উত্তর প্রদেশের কংগ্রেস সভাপতির
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement