Rahul Gandhi security lapse: রাহুল গান্ধিকে হঠাৎ জড়িয়ে ধরলেন এক ব্য়ক্তি, নিরাপত্তায় গলদ? মানলেন না কংগ্রেস নেতাই

Last Updated:

এর আগে অবশ্য় ভারত জোড়ো যাত্রায় একাধিকবার রাহুল গান্ধির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

রাহুল গান্ধিকে জড়িয়ে ধরেন ওই ব্য়ক্তি। Photo-ANI
রাহুল গান্ধিকে জড়িয়ে ধরেন ওই ব্য়ক্তি। Photo-ANI
হোসিয়ারপুর: ভারত জোড়ো যাত্রায় হাঁটার সময় রাহুল গান্ধির নিরাপত্তায় বড়সড় গাফিলতির অভিযোগ উঠল। এ দিন পঞ্জাবের হোসিয়ারপুরে ভারত জোড়ো যাত্রা চলাকালীন এক ব্য়ক্তি নিরাপত্তা বেষ্টনী ভেদ করে এসে রাহুল গান্ধিকে জড়িয়ে ধরেন। সঙ্গে সঙ্গেই অবশ্য় ওই ব্য়ক্তিকে সরিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। পঞ্জাবের কংগ্রেস প্রধান অমরিন্দর সিং রাজাও ওই ব্য়ক্তিকে আটকানোর চেষ্টা করেন।
এই ঘটনা সামনে আসার পরই রাহুলের নিরাপত্তা ব্য়বস্থায় গলদের অভিযোগ উঠতে শুরু করে। যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাহুল নিজেই। কংগ্রেস সাংসদের দাবি, এটা নিরাপত্তায় গাফিলতির কোনও ঘটনাই নয়। ভারত জোড়ো যাত্রা নিয়ে মানুষের মধ্য়ে যে উৎসাহ তৈরি হয়েছে, এই ঘটনা তারই প্রতিফলন। ওই ব্য়ক্তিও উৎসাহের জেরেই তাঁকে জড়িয়ে ধরেছেন বলে দাবি করেন রাহুল।
advertisement
advertisement
পঞ্জাব পুলিশের আইজি জি এস ধিলোঁও দাবি করেছেন, রাহুল গান্ধির নিরাপত্তায় কোনও গলদ ছিল না। ওই ব্য়ক্তিকে রাহুল গান্ধি নিজেই কাছে ডেকেছিলেন বলে দাবি করেছেন পঞ্জাব পুলিশের শীর্ষ কর্তা।
advertisement
পঞ্জাব পুলিশের আইজি বলেন, 'আমি নিজে গোটা ঘটনা খতিয়ে দেখেছি। রাহুল গান্ধি নিজেই ওই ব্য়ক্তিকে কাছে ডাকেন। তখনই তিনি রাহুল গান্ধিকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। তার পরই অমরিন্দর সিং রাজা তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।'
advertisement
এ দিন পঞ্জাবের টান্ডা থেকে ভারত জোড়ো যাত্রা শুরু হয়। প্রচণ্ড ঠান্ডার মধ্য়েও রাহুল গান্ধির পদযাত্রা নিয়ে মানুষের উৎসাহে খামতি ছিল না।
এর আগে অবশ্য় ভারত জোড়ো যাত্রায় একাধিকবার রাহুল গান্ধির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত ডিসেম্বর মাসেই রাহুল গান্ধির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে চিঠি দেয় কংগ্রেস।
advertisement
যদিও এই চিঠির পাল্টা সিআরপিএফ-এর পক্ষ থেকে কংগ্রেসকে চিঠি দিয়ে দাবি করা হয়, কংগ্রেস সাংসদই একাধিকবার নিরাপত্তার গাইডলাইনগুলি ভঙ্গ করেন। বর্তমানে রাহুল গান্ধি জেড প্লাস ক্য়াটাগরির নিরাপত্তা পান। রাহুল গান্ধিকে ঘিরে যে নিরাপত্তা বেষ্টনী থাকে, তার দায়িত্ব রয়েছে সিআরপিএফ-এর উপরেই। বিষয়টি রাহুল গান্ধিকেও বার বার জানানো হয়েছে বলে দাবি করা হয়েছে সিআরপিএফ-এর পক্ষ থেকে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi security lapse: রাহুল গান্ধিকে হঠাৎ জড়িয়ে ধরলেন এক ব্য়ক্তি, নিরাপত্তায় গলদ? মানলেন না কংগ্রেস নেতাই
Next Article
advertisement
Samir Putatunda: প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড! 'নিজের কাউকে হারালাম', শোকপ্রকাশ মমতার
  • প্রয়াত প্রবীণ বামপন্থী নেতা সমীর পুততুণ্ড৷

  • ৭৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ৷

  • শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

VIEW MORE
advertisement
advertisement