‘যাই হোক না কেন অমেঠি ছেড়ে কখনও যাবেন না’, প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধি

Last Updated:
#আমেঠি: ওয়াইনাড পর্ব শেষ। এবার অমেঠিতে চোখ রাহুল গান্ধির। শনিবার ফের অমেঠিতে ফিরলেন রাহুল গান্ধি। কৃষিঋণ, ন্যায় ও কর্মসংস্থান -- তিন প্রতিশ্রুতির কথাই মনে করালেন বারবার। সঙ্গে আশ্বাস, যাই হোক না কেন অমেঠি ছেড়ে কখনও যাবেন না।
১৫ বছর ধরে তিনি আমেঠির সাংসদ। এবার আমেঠির সঙ্গে কেরলের ওয়েনাড কেন্দ্র থেকেও ভোটে লড়ছেন রাহুল। ওয়েনাডে ভোট শেষ। এবার আমেঠিই পাখির চোখ রাহুল গান্ধির।
আমেঠি থেকে পালাননি। কোনওদিনই সেটা করবেন না। দুটি জনসভাতেই সেই বার্তাই দিলেন কংগ্রেস সভাপতি। চেনা অস্ত্রেই নরেন্দ্র মোদি ও বিজেপিকে নিশানা রাহুলের।
advertisement
আমেঠির জন্য অনেক পরিকল্পনা ছিল। তার অনেক কিছু করে উঠতে পারেননি বলেও মেনে নেন রাহুল। তবে এজন্য তাঁর অভিযোগের আঙুল মোদি সরকারের দিকে।
advertisement
২৯ এপ্রিল হিন্দি বলয়ের বড় অংশে ভোট। যার ওপর অনেকটাই নির্ভর করছে কংগ্রেস বা বিজেপির ভাগ্য। আমেঠিকে সামনে রেখে এই সব ভোটারদেরই বার্তা রাহুলের।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘যাই হোক না কেন অমেঠি ছেড়ে কখনও যাবেন না’, প্রতিশ্রুতি দিলেন রাহুল গান্ধি
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement