Rahul Gandhi on Pegasus: সরকার ফেলতে ব্যবহৃত হয়েছিল পেগাসাস! সুপ্রিম কোর্টের নির্দেশের দিন বিস্ফোরক অভিযোগ

Last Updated:

Rahul Gandhi on Pegasus: পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে নিজেদের জয় হিসেবেই দেখতে চাইছে রাহুল গান্ধির (Rahul Gandhi) কংগ্রেস।

পেগাসাস নিয়ে কমিটির তদন্ত শুরু 
প্রতীকী ছবি।
পেগাসাস নিয়ে কমিটির তদন্ত শুরু প্রতীকী ছবি।
#নয়াদিল্লি: নরেন্দ্র মোদি সরকারের উপর চাপ বাড়িয়ে বুধবার পেগাসাস কাণ্ডের (Supreme Court on Pegasus) তদন্তে মোট ছয় সদস্যের কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট। আদালতের তৈরি এই কমিটি পেগাসাস নিয়ে তদন্ত মোট সাতটি দিক খতিয়ে দেখবে। কমিটি গঠনের পাশাপাশি এদিন কেন্দ্রীয় সরকারের তরফে কমিটি করার আর্জিও পুরোপুরি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে নিজেদের জয় হিসেবেই দেখতে চাইছে রাহুল গান্ধির (Rahul Gandhi) কংগ্রেস।
বুধবার পেগাসাস কাণ্ডে সুপ্রিম কোর্টের নির্দেশের পর সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধি বলেন, ''গত সংসদের অধিবেশনে আমরা জোটবদ্ধ ভাবে অভিযোগ তুলেছিলাম।আমরা প্রশ্ন তুলেছিলাম, কারা পেগাসাস ভাড়া করেছিল?কারা ভিকটিম? অন্য কোনও দেশ আমাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছে কিনা?কিন্তু কেন্দ্রীয় সরকার কোনও জবাব দেয়নি। তাই আজ সুপ্রিম কোর্ট বড় পদক্ষেপ করেছে।আমরা আশাবাদী, সুবিচার হবে। সব সত্যি সামনে আসবে।''
advertisement
advertisement
রাহুল গান্ধির সংযোজন, ''দেশের সংবিধানের উপর আঘাত‌ নেমেছে এই ঘটনায়। সংসদে আমরা আবার বিষয়টা তুলব। আলোচনা চাইব।
হয় প্রধানমন্ত্রী অথবা স্বরাষ্ট্রমন্ত্রী পেগাসাসের বেআইনি ব্যবহারের অনুমতি দিয়েছেন। যদি তাই হয়, তাঁদের মুখ থেকেই বিষয়টা শুনতে চাই।
নির্বাচন কমিশনের কথাবার্তা যদি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়া হয়, তবে সেটা ফৌজদারি অপরাধ।''
advertisement
এরপরই বিস্ফোরক অভিযোগ করে রাহুল গান্ধি বলেন, ''কয়েকটি রাজ্যে সরকার ফেলতে পেগাসাসের ব্যবহার হয়েছে। কর্ণাটকে সরকার ফেলা হয়েছিল পেগাসাস ব্যবহার করে। কেন্দ্রীয় সরকার নিজেই জাতীয় সুরক্ষার উপর আক্রমণ করেছে।'' কংগ্রেস সাংসদ এও জানান, সুপ্রিম কোর্টের গঠন করা কমিটি জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে ডাকলে অবশ্যই তিনি যাবেন।
advertisement
পেগাসাস নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পর তৃণমূলও আসরে নেমেছে। তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেন, ''সংসদে প্রথম পেগাসাস ইস্যু উত্থাপন করে তৃণমূল কংগ্রেস ৷ আর এস প্রসাদ আমাদের কথাতেই প্রতিক্রিয়া দিয়েছিলেন। পরে ঘটনাটি ধামাচাপা পড়ে যায়৷ পেগাসাস ইস্যু নিয়ে আমরা লাগাতার আন্দোলন চালিয়ে গেছি। অন্যান্য দল আমাদের সাথে কক্ষ সমন্বয় করেছিল৷। সুপ্রিম কোর্টের আজকের আদেশ ঐতিহাসিক। আসলে কেন্দ্রীয় সরকার বিষয়টি এড়িয়ে যেতে চাইছিল। মৌলিক অধিকার খর্ব করার চেষ্টা করেছে সরকার৷''
বাংলা খবর/ খবর/দেশ/
Rahul Gandhi on Pegasus: সরকার ফেলতে ব্যবহৃত হয়েছিল পেগাসাস! সুপ্রিম কোর্টের নির্দেশের দিন বিস্ফোরক অভিযোগ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement