৬ দিনে রাজির বক্স অফিস কালেকশন ৫১.২৪ কোটি টাকা
Last Updated:
#মুম্বই: মুক্তি পেয়েছে গত শুক্রবার ৷ এরই মধ্যে বক্স অফিসে কামাল দেখাতে শুরু করেছে আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত ‘রাজি’ ৷ শুক্রবার থেকেই ‘রাজি’ দেখতে হলমুখী হয়েছে দর্শক ৷ ট্রেড অ্যানালিস্ট তারান আদর্শ জানিয়েছেন, রাজি হল ‘পাওয়ার অফ কন্টেন্ট’-এর আদর্শ উদাহরণ ৷ মেঘনা গুলজার পরিচালিত এই ছবির প্রথমদিনের বক্স অফি কালেকশন ৭ কোটি টাকা ৷
ছ’দিনের মাথায় ‘রাজি’ ছবি ৫১.২৪ কোটি টাকার ব্যবসা করেছে রাজি ৷ মেঘনা গুলজার পরিচালিত এবং জংলি পিকচার্স ও ধর্ম প্রডাকশন প্রয়োজিত ছবিটিতে আলিয়া ভাটের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে। আলিয়া ও ভিকির অনস্ক্রিন কেমিস্ট্রিও দর্শকদের অন্যরকম আনন্দ দিয়েছে বলে জানিয়েছেন দর্শকরা ৷
#Raazi continues its dominance... Occupancy/footfalls on Mon and Tue clearly indicates it’s poised for a FANTASTIC Week 1 total [approx ₹ 55 cr+]... Fri 7.53 cr, Sat 11.30 cr, Sun 14.11 cr, Mon 6.30 cr, Tue 6.10 cr. Total: ₹ 45.34 cr. India biz.
— taran adarsh (@taran_adarsh) May 16, 2018
advertisement
advertisement
তরণ আদর্শ ট্যুইটারে একটি পোস্টে লিখেছেন,‘‘২০১৮ সালটা বক্স অফিসের জন্য বেশ ভাল হতে চলেছে। বক্স অফিস হাসছে, অন্যদিকে ডিস্ট্রিবিউটররা ব্যাঙ্কের পথে হাসতে হাসতে এগিয়ে চলেছে।’’
গতকাল বুধবার ‘রাজি’৫.৯০ কোটি টাকার ব্যবসা করেছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 17, 2018 2:50 PM IST