Hijab Row: "মাদ্রাসায় হিজাব খিজাব যা খুশি পরুন," শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলাভঙ্গ বরদাস্ত নয় জানালেন বিজেপির সাধ্বী প্রজ্ঞা
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Hijab in school, colleges: ভোপালের সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলায় হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।
#নয়াদিল্লি: হিজাব বিতর্কে (Hijab Row) এবার জড়ালেন ভোপালের সাংসদ সাধ্বী প্রজ্ঞা। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডঃ নরোত্তম মিশ্র (Madhya Pradesh Home Minister Dr Narottam Mishra) স্পষ্টভাবেই জানিয়েছিলেন হিজাব নিষিদ্ধ করার কোনও পরিকল্পনাই নেই রাজ্য সরকারের। এর পরেই ভোপালের সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর (Bhopal MP Pragya Singh Thakur) জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের শৃঙ্খলায় হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। ভোপালের একটি সমাবেশে ভাষণ দিতে সাংসদের এই বক্তব্যের (Hijab Row) একটি ভিডিও ভাইরালও হয়েছে।
“আপনি যেখানেই থাকবেন সেখানকার শৃঙ্খলা বজায় রাখতে হবে। মাদ্রাসায় থাকলে হিজাব-খিজাব যা খুশি পরুন। আপনারা মাদ্রাসাগুলিতে পছন্দের পোশাক পরতে পারেন এবং সেখানকার শৃঙ্খলা অনুসরণ করতে পারেন কিন্তু দেশের স্কুল এবং কলেজগুলির শৃঙ্খলায় হস্তক্ষেপ করার অনুমতি আপনাদের দেওয়া হবে না,” হিজাব বিতর্কে বলেন প্রজ্ঞা সিং ঠাকুর। সাংসদের বক্তব্যে ঘটনাস্থলে উপস্থিত জনতার উল্লাসও ছিল চোখে পড়ার মতোই। এখানেই থেমে থাকেননি প্রজ্ঞা। মুসলিম সম্প্রদায়ের ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে বিবাহের বিষয়টি নিয়েও কটাক্ষ করেন তিনি। সাধ্বী প্রজ্ঞা বলেন, “যেখানে হিজাব পরতে হবে, সেখানে আপনি খিজাব (চুলের রঙ) করেন এবং যেখানে খিজাব করতে হবে সেখানে উল্টোটা করেন। আপনি আপনার মুখ দেখান বা না দেখান কী এসে যায়!”
advertisement
advertisement
কর্ণাটকে বিতর্কের পর মধ্যপ্রদেশও হিজাব পরার বিষয়টিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে। হিজাব (Hijab Row) স্কুলের পোশাকের অংশ হতে পারে না বলেই জানিয়েছিলেন স্কুল শিক্ষা মন্ত্রী। তারপরেই স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করে জানান যে হিজাব নিষিদ্ধ করার কোনও পরিকল্পনা নেই রাজ্য সরকারের।
advertisement
সম্প্রতি সাতনায় পরীক্ষা দিতে হিজাব পরে যাওয়ার জন্য এক ছাত্রীকে সতর্ক করা হয়। গত সোমবার, দাতিয়ার একটি কলেজে হিজাব পরা দুই ছাত্রীকে হেনস্থার অভিযোগ ওঠে ডানপন্থীদের বিরুদ্ধে। হিজাবের (Hijab Row) মতো পোশাক যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কেউ না পরে আসে এই নিয়ে কলেজের অধ্যক্ষকে হুমকিও দেয় তারা।
এই ঘটনার পরেই স্বরাষ্ট্রমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হয় এবং এই ঘটনায় তদন্তের নির্দেশও দেন তিনি। অন্যদিকে, কংগ্রেসের মুখপাত্র অজয় সিং যাদব সাধ্বী প্রজ্ঞার এমন মন্তব্যের নিন্দা জানিয়েছেন। শুধুমাত্র রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য যে কোনও সম্প্রদায়ের মহিলাদের সম্পর্কে অসম্মানজনক এবং অবমাননাকর শব্দ ব্যবহার করা নিন্দনীয় বলেই জানিয়েছেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2022 6:15 PM IST