Kerala man receives Merecedes Benz SUV as gift: ২২ বছর ধরে কর্মরত একই সংস্থায়, মালিকের কাছ থেকে মার্সিডিজ বেঞ্জ উপহার পেলেন কর্মী

Last Updated:

গত দু’ দশকেরও বেশি সময় ধরে চিফ বিজনেস ডেভলপমেন্ট হিসেবে কর্মরত সি আর অনীশ৷(Kerala man receives Merecedes Benz SUV from his employer of 22 years)

তিরুঅনন্তপুরম : কেরলের সি আর অনীশ গত ২২ বছর ধরে কাজ করছেন এ কে শাজির কাছে৷ দক্ষতা এবং একনিষ্ঠতার সঙ্গে কাজ করে যাওয়ার পুরস্কার তিনি পেলেন৷ বস শাজির কাছ থেকে উপহার হিসেবে তাঁর কাছে এল মার্সিডিজ বেঞ্জ৷ যার বাজারমূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা৷
প্রসঙ্গত উল্লেখ্য কেরলের একটি নামী হোম অ্যাপ্লায়ান্স এবং কনজিউমার ইলেকট্রনিক্সের রিটেলার ব্যবসায়ী হলেন শাজি৷ তাঁর সংস্থায় গত দু’ দশকেরও বেশি সময় ধরে চিফ বিজনেস ডেভলপমেন্ট হিসেবে কর্মরত সি আর অনীশ৷(Kerala man receives Merecedes Benz SUV from his employer of 22 years)
এই খবর শাজি নিজেই জানিয়েছেন সামাজিক মাধ্যমে৷ ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি৷ সেখানে দেখা যাচ্ছে দীর্ঘ দিনের কর্মচারী অনীশ এবং তাঁর পরিবারের সদস্যদের উপস্থিতিতে তিনি নতুন গাড়ির চাবি হস্তান্তর করছেন৷
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Shaji Ak (@shaji_ak)

advertisement
আরও পড়ুন : খরায় জেগে উঠেছে ৩০ বছর আগে সলিল সমাধি হওয়া গ্রামের কঙ্কাল, ভৌতিক পরিবেশে ত্রস্ত মানুষ
তার আগে গাড়ির পর্দা উন্মোচিত করতেই আনন্দে হতবাক অনীশ ও তাঁর পরিবার৷ তাঁদের সামনে অনীশের কর্মদক্ষতার প্রশংসা করেন শাজি৷ এই মুহূর্ত উদযাপন করা হয় কেক কেটে৷
advertisement
View this post on Instagram

A post shared by Shaji Ak (@shaji_ak)

advertisement
অনীশের কথায়, ‘‘তিনি আমার মালিক নন৷ আমরা পার্টনার৷ আমি উচ্ছ্বসিত৷ এটা আমার কাছে গর্বের মুহূর্ত৷’’ শাজির সংস্থায় একাধিক পজিশনে কাজ করেছেন অনীশ৷ মার্কেটিং, রক্ষণাবেক্ষণ এবং বিজনেস ডেভলপমেন্ট সংক্রান্ত নানা বিভাগে কাজ করেছেন তিনি৷ শাজির বর্তমান সংস্থা তৈরি হওয়ার আগে থেকেই অনীশের সঙ্গে তাঁর সম্পর্ক৷ এখন সংস্থার চিফ বিজনেস ডেভলপমেন্ট অফিসার তিনি৷ সংস্থার ফ্যামিলি ইভেন্টে তাঁকে দিব্যি চমকে দিয়েছে বসের কাছ থেকে পাওয়া মার্সিডিজ-উপহার৷
বাংলা খবর/ খবর/দেশ/
Kerala man receives Merecedes Benz SUV as gift: ২২ বছর ধরে কর্মরত একই সংস্থায়, মালিকের কাছ থেকে মার্সিডিজ বেঞ্জ উপহার পেলেন কর্মী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement