Puri: পুরীতে জগন্নাথ দেবের চন্দনযাত্রায় ভয়াবহ বাজি বিস্ফোরণ! আগুনে ঝলসে গেল বহু পুণ্যার্থী, মৃত ৩
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Puri Explosion: পুরীতে জগন্নাথ দেবের চন্দনযাত্রায় ভয়াবহ দুর্ঘটনা। বাজি ফেটে ঝলসে গেলেন অন্তত ৩০ পুণ্যার্থী। তাঁদের মধ্যে ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে।
পুরী: পুরীতে ভয়াবহ বাজি বিস্ফোরণ। জগন্নাথ দেবের চন্দনযাত্রায় বাজি ফেটে ঝলসে গেলেন অন্তত ৩০ পুণ্যার্থী, ইতিমধ্যেই তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতদের মধ্যে অনেকের অবস্থাই সংকটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুরীর এই মর্মান্তিক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ও কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। প্রশাসনকে দ্রুত আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, ঘটনার সময় পবিত্র নরেন্দ্র জলাশয়ে নিয়মানুসারে ‘চাপা খেলা’ (Chapa Khela) চলছিল।
ପୁରୀ ନରେନ୍ଦ୍ର ପୁଷ୍କରିଣୀ ନିକଟରେ ଘଟିଥିବା ଅଘଟଣ ବିଷୟରେ ଜାଣି ଦୁଃଖିତ। ଆହତମାନଙ୍କ ଉତ୍ତମ ଚିକିତ୍ସା ସୁନିଶ୍ଚିତ କରିବା ସହ ବ୍ୟବସ୍ଥାର ତଦାରଖ ପାଇଁ ମୁଖ୍ୟ ଶାସନ ସଚିବ ଓ ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନକୁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଛି। ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ରିଲିଫ୍ ପାଣ୍ଠିରୁ ଆହତମାନଙ୍କ ସମସ୍ତ ଚିକିତ୍ସା ଖର୍ଚ୍ଚ ବହନ କରାଯିବ। ମହାପ୍ରଭୁଙ୍କ ନିକଟରେ…
— Naveen Patnaik (@Naveen_Odisha) May 29, 2024
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে এক নাবালক রয়েছে। দুর্ঘটনার পরে গুরুতর আহত অবস্থায় কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানেই মৃত্যু হয় তাঁর। বাকি দু’জন ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলাকালীন মারা গিয়েছেন। আহতদের প্রথমে পুরীর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল, তাঁদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে এসসিবি মেডিক্যাল কলেজ এবং ভুবনেশ্বরের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।
advertisement
আরও পড়ুনঃ কোষ্ঠকাঠিন্য-পাইলসের যন্ত্রণা কমায় ৭ দিনে! বাজার খুঁজে কিনুন এই সাদা ফুল, কীভাবে খাবেন সেটাও জেনে নিন
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাজি ফাটানো চলছিল রীতি অনুযায়ী। সেই সময়ই বাজি বিস্ফোরণ ঘটে। সেই আগুনের ফুলকি গিয়ে পড়ে পুণ্যার্থীদের উপরে। অনেকেই গায়ে আগুন লেগে যাওয়ায় পবিত্র এই পুকুরের জলে ঝাঁপিয়ে পড়েন প্রাণ বাঁচাতে। ঘটনার কথা মুহূর্তে ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন, তাঁরাই হাসপাতালে নিয়ে যাওয়ার প্রাথমিক ব্যবস্থা করেন।
advertisement
অপর এক প্রত্যক্ষদর্শী জানান, এক ব্যক্তি নিজের উদ্যোগে এই বিপুল পরিমাণ বাজি একজায়গায় জমা করেছিলেন, সেখানে আগুন লেগে যাওয়ায় এত বড় দুর্ঘটনা ঘটল। তিনি কী করে এই বাজি জমা করার অনুমতি পেলে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তাঁর দাবি, প্রতি বছর ‘ভানুরি খেলা’ দেখতে বহু মানুষ একত্রিত হব এই চন্দন যাত্রার শুভক্ষণে। কিন্তু এমন ঘটনা কখনও ঘটেনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 30, 2024 12:16 PM IST