Congress Leader Spits on Cops: ইডির বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের গায়ে থুতু দিয়ে গ্রেফতার মহিলা কংগ্রেস নেত্রী!

Last Updated:

ED Questions Rahul Gandhi: দিল্লি পুলিশ জানিয়েছে নেট্টা ডি’সুজার বিরুদ্ধে কর্তব্যরত পুলিশ কর্মীদের লাঞ্ছনা করা এবং তাঁদের গায়ে থুথু দেওয়ার অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হবে।

All India Mahila Congress acting president Netta D’Souza
All India Mahila Congress acting president Netta D’Souza
#নয়াদিল্লি: সর্বভারতীয় মহিলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি নেট্টা ডি'সুজার বিরুদ্ধে কর্তব্যরত দিল্লি পুলিশ কর্মীদের লাঞ্ছনা করা এবং থুথু দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হবে! মঙ্গলবার জানিয়েছে দিল্লি পুলিশ। ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জিজ্ঞাসাবাদ করার বিরুদ্ধে দলীয় কর্মীদের বিক্ষোভ চলাকালীন এই ঘটনাটি ঘটে। দিল্লি পুলিশের কর্মকর্তারা বিক্ষোভকারী কর্মীদের আটক করলে ওই বিক্ষোভের ভিডিওতে একটি বাস থেকে পুলিশদের দিকে থুথু ফেলতে দেখা যায় নেট্টা ডি’সুজাকে। বেশ কয়েকজন মহিলা কংগ্রেস নেতা ও দলীয় কর্মীকে আটক করা হয়েছে বলে পিটিআই জানিয়েছে।
এই ঘটনার কয়েক ঘণ্টা পরেই দিল্লি পুলিশ জানিয়েছে নেট্টা ডি’সুজার বিরুদ্ধে কর্তব্যরত পুলিশ কর্মীদের লাঞ্ছনা করা এবং তাঁদের গায়ে থুথু দেওয়ার অভিযোগে একটি ফৌজদারি মামলা দায়ের করা হবে। “কংগ্রেস কর্মীদের আটক করার সময়, বিক্ষোভকারীদের মধ্যে একজন, সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভাপতি, নেট্টা ডি’সুজা, ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের বাধা দেন / লাঞ্ছনা করেন এবং তাঁদের উপর থুথু ফেলেন। যার জন্য আইনের উপযুক্ত ধারায় ফৌজদারি মামলা নথিভুক্ত করা হচ্ছে,” এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ।
advertisement
advertisement
কয়েকদিন আগেই গুয়াহাটিতে কংগ্রেস কর্মীদের বিক্ষোভের সময় একজন সহকারী পুলিশ কমিশনারকে আক্রমণের ঘটনা ঘটে। হায়দরাবাদে গ্রেফতার হওয়ার সময় একজন পুলিশ কর্মকর্তার কলার চেপে ধরেন কংগ্রেস নেত্রী রেণুকা চৌধুরীও।
advertisement
পূর্ববর্তী ঘটনাগুলি উল্লেখ করে, বিজেপি নেট্টা ডি’সুজার সমালোচনা করে তাঁর এমন আচরণকে ‘জঘন্য এবং লজ্জাজনক’ বলে অভিহিত করেছে৷ “লজ্জাজনক এবং ঘৃণ্য! অসমে পুলিশকে মারধর করার পরে, হায়দরাবাদে পুলিশদের কলার ধরে এখন মহিলা কংগ্রেসের সভাপতি নেট্টা ডিসুজা পুলিশ এবং মহিলা সুরক্ষা কর্মীদের দিকে থুথু ছেটাচ্ছেন কারণ রাহুলকে ইডি দুর্নীতির জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে! সোনিয়া, প্রিয়াঙ্কা এবং রাহুল কি তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করবেন?” ট্যুইটে বলেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্র শেহজাদ পোন্নাওয়ালা।
advertisement
advertisement
ট্যুইটারে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের শেয়ার করা আরেকটি ভিডিওতে কংগ্রেস দাবি করেছে, নেট্টা ডি'সুজাকে ক্ষমতাসীন বিজেপি সরকারের ‘পুতুল পুলিশ’ জোর করে আটক করেছে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Congress Leader Spits on Cops: ইডির বিরুদ্ধে বিক্ষোভ, পুলিশের গায়ে থুতু দিয়ে গ্রেফতার মহিলা কংগ্রেস নেত্রী!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement