‘পড়ুয়ারা চায় না’, তাই সমকামি প্রফেসরকে বহিষ্কার করল কলেজ
Last Updated:
এযেন ঠিক ‘আলিগড়’ ছবির মনোজ বাজপেয়ি ৷ যাকে সমকামি হওয়ার জন্যই বেরিয়ে যেতে হয়েছিল আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ৷
#বেঙ্গালুরু: এযেন ঠিক ‘আলিগড়’ ছবির মনোজ বাজপেয়ি ৷ যাকে সমকামি হওয়ার জন্যই বেরিয়ে যেতে হয়েছিল আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ৷ ‘আলিগড়’ ছবিটি তৈরি হয়েছিল সত্যি ঘটনাকে কেন্দ্র করেই ৷ সেই ঘটনার স্মৃতিকে উসকে দিয়ে বেঙ্গালুরু-র এখ নামী-দামি কলেজেও ঘটল এরকমই ঘটনা ৷ সমকামি হওয়ায় কলেজ থেকে বহিষ্কার হতে হল এক শিক্ষককে ৷ কলেজ কর্তৃপক্ষরা অবশ্য যুক্তি দিয়েছেন, পড়ুয়ারা শিক্ষকের ব্যক্তিগত মতামতে বিরক্ত ৷ আর পড়ুয়াদের কথা ভেবেই এই বহিষ্কারের সিদ্ধান্ত ৷
কলেজ থেকে বহিষ্কার করার বিষয়টি ফেসবুকে পোস্ট করেছেন শিক্ষক অ্যাশলে টেলিস ৷ তবে কলেজ কর্তৃপক্ষ শিক্ষকের এই অভিযোগকে অস্বীকার করেছেন ৷
advertisement
কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি কলেজ–বিরোধী কাজকর্ম করছেন। বিভিন্ন পরিবার থেকে আসা স্নাতক পড়ুয়াদের সংবেদনশীলতাকে আঘাত করেছেন। এই নিয়ে পড়ুয়া, তাঁদের অভিভাবকরা বহুদিন ধরে অভিযোগ করছিলেন। সেই মতো ব্যবস্থা নেওয়া হয়েছে।’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2017 6:40 PM IST