#বেঙ্গালুরু: এযেন ঠিক ‘আলিগড়’ ছবির মনোজ বাজপেয়ি ৷ যাকে সমকামি হওয়ার জন্যই বেরিয়ে যেতে হয়েছিল আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে ৷ ‘আলিগড়’ ছবিটি তৈরি হয়েছিল সত্যি ঘটনাকে কেন্দ্র করেই ৷ সেই ঘটনার স্মৃতিকে উসকে দিয়ে বেঙ্গালুরু-র এখ নামী-দামি কলেজেও ঘটল এরকমই ঘটনা ৷ সমকামি হওয়ায় কলেজ থেকে বহিষ্কার হতে হল এক শিক্ষককে ৷ কলেজ কর্তৃপক্ষরা অবশ্য যুক্তি দিয়েছেন, পড়ুয়ারা শিক্ষকের ব্যক্তিগত মতামতে বিরক্ত ৷ আর পড়ুয়াদের কথা ভেবেই এই বহিষ্কারের সিদ্ধান্ত ৷
কলেজ থেকে বহিষ্কার করার বিষয়টি ফেসবুকে পোস্ট করেছেন শিক্ষক অ্যাশলে টেলিস ৷ তবে কলেজ কর্তৃপক্ষ শিক্ষকের এই অভিযোগকে অস্বীকার করেছেন ৷
কলেজের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি কলেজ–বিরোধী কাজকর্ম করছেন। বিভিন্ন পরিবার থেকে আসা স্নাতক পড়ুয়াদের সংবেদনশীলতাকে আঘাত করেছেন। এই নিয়ে পড়ুয়া, তাঁদের অভিভাবকরা বহুদিন ধরে অভিযোগ করছিলেন। সেই মতো ব্যবস্থা নেওয়া হয়েছে।’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengaluru, College, Homosexuality